Saturday, July 5, 2025

কথা রাখেনি দল! ‘প্রতিশ্রুতিভঙ্গের’ অভিযোগে বিজেপির বিরুদ্ধেই ‘যুদ্ধ ঘোষণা’ কর্নাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর

Date:

বৃহস্পতিবারই আসন্ন লোকসভা নির্বাচনে (Loksabha Election) দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি (BJP)। আর তারপরই একাধিক রাজ্যে শুরু বিক্ষোভ। এবার সরাসরি মোদি সরকারের (Modi Govt) বিরুদ্ধে ‘প্রতিশ্রুতিভঙ্গের’ অভিযোগ তুলে লড়াইয়ের হুঁশিয়ারি কর্নাটকের (Karnataka) প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কেএস ঈশ্বরাপ্পার (K. S. Eshwarappa)। তিনি সাফ জানিয়েছেন, তাঁর ছেলে নির্দল প্রার্থী হিসাবেই ভোটে লড়বেন। আর উপমুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পর বেশ চাপে বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক।

কর্নাটকের উপমুখ্যমন্ত্রীর অভিযোগ, ২০২২ সালে কর্নাটকের বিধানসভা নির্বাচনের সময় তৎকালীন রাজ্য বিজেপির সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা তাঁকে প্রতিশ্রুতি দেন হাভেরী আসনটি ঈশ্বরাপ্পার ছেলে কান্তেশকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু লোকসভা ভোটের আগে প্রার্থীতালিকায় ছেলের নাম না দেখে বেজায় চেটেছেন তিনি। তাঁর অভিযোগ, হাভেরী আসনে দল প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে প্রার্থী করেছে। আর তারপরই দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে একলা চলোর ডাক দিয়েছেন কর্নাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। যদিও পুরো ঘটনার পিছনে ইয়েদুরাপ্পার ছেলে বিজয়েন্দ্রকেই কাঠগড়ায় তুলেছেন ঈশ্বরাপ্পা। তাঁর অভিযোগ, বিজয়েন্দ্রর কারসাজিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির।

ঈশ্বরাপ্পার সাফ অভিযোগ, ‘‘ইয়েদুরাপ্পা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, লোকসভা ভোটে হাভেরীতে কান্তেশকে প্রার্থী করা হবে। কিন্তু তা হল না।’’ ১৯৮৯ সালে কংগ্রেসের হাত থেকে শিমোগা ছিনিয়ে নিতে পেরেছিলেন তৎকালীন তরুণ বিজেপি নেতা ঈশ্বরাপ্পা। তারপর থেকে টানা জিতেছিলেন ২০১৮ সাল পর্যন্ত। এবার সেই বরিষ্ঠ বিজেপি নেতাই দলের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ ঘোষণা করলেন।

 

Related articles

সিরাজ, আকাশের দাপটে ফ্রন্টফুটে ভারত

বল হাতে দ্বিতীয় দিন দুরন্ত ফর্মে সিরাজ (Mohammed Siraj) ও আকাশদীপ (Akashdeep)। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার বড় লিডের লক্ষ্যে...

উত্তর কলকাতায় বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

শুক্রবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় শহর কলকাতায় জোড়া রহস্যমৃত্যু। উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকার এক...

খড়্গপুরের প্রহৃত বামনেতার বিরুদ্ধেই ‘শ্লীলতাহানি’র অভিযোগ বেবির, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অনিলের স্ত্রীর

খড়্গপুরের বাম নেতা অনিল দাস (Anil Das) ওরফে ভীমবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী ললিত...

ভোটের আগে ফের বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন্ড, ১৮ জুলাই রাজ্যে মোদি

বিধানসভা নির্বাচন (WB Assembly Election) যত এগিয়ে আসবে ততই এ রাজ্যে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে -...
Exit mobile version