Thursday, August 21, 2025

কথা রাখেনি দল! ‘প্রতিশ্রুতিভঙ্গের’ অভিযোগে বিজেপির বিরুদ্ধেই ‘যুদ্ধ ঘোষণা’ কর্নাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর

Date:

বৃহস্পতিবারই আসন্ন লোকসভা নির্বাচনে (Loksabha Election) দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি (BJP)। আর তারপরই একাধিক রাজ্যে শুরু বিক্ষোভ। এবার সরাসরি মোদি সরকারের (Modi Govt) বিরুদ্ধে ‘প্রতিশ্রুতিভঙ্গের’ অভিযোগ তুলে লড়াইয়ের হুঁশিয়ারি কর্নাটকের (Karnataka) প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কেএস ঈশ্বরাপ্পার (K. S. Eshwarappa)। তিনি সাফ জানিয়েছেন, তাঁর ছেলে নির্দল প্রার্থী হিসাবেই ভোটে লড়বেন। আর উপমুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পর বেশ চাপে বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক।

কর্নাটকের উপমুখ্যমন্ত্রীর অভিযোগ, ২০২২ সালে কর্নাটকের বিধানসভা নির্বাচনের সময় তৎকালীন রাজ্য বিজেপির সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা তাঁকে প্রতিশ্রুতি দেন হাভেরী আসনটি ঈশ্বরাপ্পার ছেলে কান্তেশকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু লোকসভা ভোটের আগে প্রার্থীতালিকায় ছেলের নাম না দেখে বেজায় চেটেছেন তিনি। তাঁর অভিযোগ, হাভেরী আসনে দল প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে প্রার্থী করেছে। আর তারপরই দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে একলা চলোর ডাক দিয়েছেন কর্নাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। যদিও পুরো ঘটনার পিছনে ইয়েদুরাপ্পার ছেলে বিজয়েন্দ্রকেই কাঠগড়ায় তুলেছেন ঈশ্বরাপ্পা। তাঁর অভিযোগ, বিজয়েন্দ্রর কারসাজিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির।

ঈশ্বরাপ্পার সাফ অভিযোগ, ‘‘ইয়েদুরাপ্পা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, লোকসভা ভোটে হাভেরীতে কান্তেশকে প্রার্থী করা হবে। কিন্তু তা হল না।’’ ১৯৮৯ সালে কংগ্রেসের হাত থেকে শিমোগা ছিনিয়ে নিতে পেরেছিলেন তৎকালীন তরুণ বিজেপি নেতা ঈশ্বরাপ্পা। তারপর থেকে টানা জিতেছিলেন ২০১৮ সাল পর্যন্ত। এবার সেই বরিষ্ঠ বিজেপি নেতাই দলের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ ঘোষণা করলেন।

 

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version