Sunday, August 24, 2025

রঞ্জিট্রফি চ্যাম্পিয়ন মুম্বই। এদিন বিদর্ভকে হারাল ১৬৯ রানে। এই জয়ের ফলে ৮ বছর পর ফের রঞ্জি চ্যাম্পিয়ন হলো অজিঙ্কে রাহানের দল। শেষ বার ২০১৫-১৬ মরশুমে রঞ্জি জিতেছিল মুম্বই। এই জয়ের ফলে ৪২তম ট্রফি ঢুকল মুম্বইয়ের সাজঘরে। যা রঞ্জির ইতিহাসে সব থেকে বেশি। ম্যাচের সেরা মুশের খান। সিরিজ সেরা তনুষ কোটিয়ান।

প্রথমে ব্যাট করে প্রথম ইনিংস-এ ২২৪ রান করে মুম্বই । টপ অর্ডারে পৃথ্বী শ ৪৬ রান করলেও মিডল অর্ডার ব্যর্থ হয়। দলকে টানেন শার্দূল ঠাকুর। ৬৯ বলে ৭৫ রানের ইনিংস খেলেন তিনি। প্রথম ইনিংসে মাত্র ১০৫ রানে গুটিয়ে যাই বিদর্ভ-এর ইনিংস । মুম্বইয়ের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বিদর্ভ । মুম্বইয়ের হয়ে তিনটি করে উইকেট নেন ধবল কুলকর্ণি, শামস মুলানি ও তনুষ কোটিয়ান ৩টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ১১৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ৪১৮ রান করে মুম্বই। মুম্বইয়ের হয়ে দুরন্ত ইনিংস খেলেন মুশির খান । ১৩৬ রান করেন তিনি। শ্রেয়স আইয়ের ব্যাট থেকে আসে ৯৫ রান। অধিনায়ক রাহানে করেন ৭৩ রান। শেষ দিকে মুলানি ৫০ রানের ইনিংস খেলেন। বিদর্ভের সামনে জয়ের লক্ষ্য ছিল ৫৩৮ রান। সেই রান তারা করতে নেমে ৩৬৮ রানে শেষ হয়ে যায় বিদর্ভ ইনিংস। বিদর্ভ-এর লড়াই করেন করুণ নায়ার, অধিনায়ক অক্ষয় ওয়াদকর ও হর্ষ দুবে। করুণ করেন ৭৪ রান। অক্ষয় করেন শতরান। ১০২ রান করে আউট হন তিনি। ৬৫ রান করে হর্ষ। মুম্বইয়ের হয়ে ৪টি উইকেট নেন তনুষ । ২টি করে উইকেট নেন মুশের আর তুষার। একটি করে উইকেট নেন শামস মুলানি আর কুলকার্নি।

আরও পড়ুন- শামি নিজের চোটের আপডেট দিলেন ছবি পোস্ট করে

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version