Thursday, August 21, 2025

আজ খুঁটিপুজো করলাম, বিসর্জন মে মাসের শেষে: বিজেপি মিথ্যে প্রতিশ্রুতির ভিডিও দেখিয়ে হুঙ্কার অভিষেকের

Date:

Share post:

”আজ খুঁটিপুজো করলাম, বিসর্জন মে মাসের শেষে”- বৃহস্পতিবার, জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়ির জনগর্জন সভা থেকে হুঙ্কার দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একই সঙ্গে মোদির গ্যারেন্টি যে আসলে জিরো ওয়ারেন্টি সেটা সভা মঞ্চেই ২টি ভিডিও দেখিয়ে প্রমাণ করলেন অভিষেক।

গত লোকসভা ভোটে উত্তরবঙ্গের প্রায় সবকটি কেন্দ্রে জনসমর্থন পেয়েছিল বিজেপি। কিন্তু তার পরে আর সেই সমব বিজেপি নেতাদের দেখা যায়নি। উল্টে বাংলার প্রাপ্য আটকাতে কেন্দ্রের কাছে দরবার করেছেন বাংলা গেরুয়া শিবিরের নেতারা। সেই উদাহরণ তুল ধের এবার উত্তরের ভোটাদের থেকে সমর্থন চাইলেন অভিষেক। তাঁর কথায়, কথা দিয়ে কথা রাখেননি নরেন্দ্র মোদি। কিন্তু তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তিনি যা কথা দিয়েছেন, তা রেখেছেন। অভিষেক (Abhishek Banerjee) বলেন, ‘‘কার গ্যারান্টি নেবেন? আমি এক কথার ছেলে। কথা দিয়ে কথা রাখি’’। তিনি জানান, ‘‘কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। অমিত শাহের ডেপুটি। সেখানকার ৪ লক্ষ ৯৭ হাজার শ্রমিকের টাকা বন্ধ করে রাখা হয়েছে। নিশীথ কি একটাও চিঠি লিখেছেন কেন্দ্রকে? জলপাইগুড়ির সাংসদও কি একটাও চিঠি দিয়েছেন? শ্রমিকদের টাকা আটকে। এই জন বার্লা, মনোজ টিগ্গারা কি কোনও চিঠি দিয়েছেন কেন্দ্রকে? এই টাকা খেটে খাওয়া টাকা। আপনি পারবেন বাড়িতে কাউকে কাজ করিয়ে টাকা না দিতে?’’

এর পরই একটি ভিডিও দেখান। ওই ভিডিওতে দেখা যায়, বাংলার মানুষকে দেওয়া প্রতিশ্রুতিই সার। বাড়ি পাওয়া তো দূরস্ত, কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দও কমিয়ে দেওয়া হয়েছে। কাজ করিয়েও ১০০ দিনের টাকা দেওয়া হয়নি। তীব্র আক্রমণ করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘‘খুঁটিপুজো আজ করলাম, বিসর্জন মে মাসের শেষ সপ্তাহে করব।’’

বিজেপির ধর্মীয় উস্কানিমূলক রাজনীতির বিরুদ্ধে সুর চড়ান অভিষেক। তাঁর কথায়, ’’রাম মন্দির হয়েছে, কিন্তু আপনারা মাথার ছাদ পাননি। তিন জেলায় বিজেপির সাংসদ আছে, পাঁচ বছরে বৈঠক করেনি। মানুষ চাইলে ঔদ্ধত্য ভেঙে চুরমার হয়ে যাবে।’’ এদিন ফের একবার তাঁর প্রতিশ্রুতিমতো ধূপগুড়ি মহকুমা হওয়ার কথাও মনে করিয়ে দেন অভিষেক। বলেন, ’’আমি এক কথার ছেলে। কথা দিয়ে কথা রাখি।“

মোদিকে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, “এক জন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, রেশন দিচ্ছেন, সব দিচ্ছেন। অন্য জন নিচ্ছেন, তিনি বাংলা বলতে পারেন না, বুঝতে পারেন না। কার গ্যারান্টি নেবেন?“ তাঁর বার্তা, “২০২১ সালে লক্ষ্মীর ভাণ্ডার দেখে ভোট দিয়েছেন, পেয়েছেন। ২০২৪ সালে যাঁকে ইচ্ছা ভোট দিন, নিজের অধিকার সামনে রেখে দিন।“




spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...