পন্থ হাঁটতে পারবে তো ? দুর্ঘটনার পরে চিকিৎসকে প্রশ্ন ছিলো ঋষভের মায়ের

এদিন বিসিসিআই যে ভিডিও পোস্ট করেছে, সেখানে চিকিৎসক দীনশাউ বলেন, “ ও রকম চোটের পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা সোজা নয়।

দীর্ঘ ১৫ মাস পর ফের মাঠে নামছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ। আসন্ন ২০২৪ আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন তিনি। আর তার আগে ঋষভকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছে বিসিসিআই । যেখানে ঋষভকে বলা হচ্ছে মিরাক্কেল ম্যান। কারণ পন্থের ক্রিকেট খেলা তো দূর, আদৌ কোনও দিন স্বাভাবিক ভাবে হাঁটতে পারবেন কি না তাই নিয়েই চিন্তায় পড়েছিলেন আপামোর দেশবাসী। এমনকি এই চিন্তা ছিলো ঋষভের মায়েরও। সেই তথ্যচিত্রে সেকথা তুলে ধরেছেন চিকিৎসক দীনশাউ পারদিওয়ালা।

এদিন বিসিসিআই যে ভিডিও পোস্ট করেছে, সেখানে চিকিৎসক দীনশাউ বলেন, “ ও রকম চোটের পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা সোজা নয়। অলৌকিক কিছুর দরকার। পন্থ নিজেই বলেছিল, ও ‘মিরাক্কেল ম্যান’।চিকিৎসক হিসাবে রোগীর পরিবার এবং সংশ্লিষ্ট লোকজনকে সব জানানো গুরুত্বপূর্ণ। চোট ঠিক কী অবস্থায় সেটা জানানো দরকার। ঋষভের মা ওর পাশেই ছিলেন। ছেলে আদৌ কোনও দিন হাঁটতে পারবে কি না সেটা নিয়ে চিন্তা করছিলেন। আমি বলেছিলাম, দেখুন, ও যাতে হাঁটতে পারে সেটা নিশ্চিত করার দায়িত্ব আমার। সবার মতোই যাতে হাঁটতে পারে সে ভাবেই আমরা চিকিৎসা করব।“

অস্ত্রোপচারের পর এনসিএ-তে রিহ্যাবে ছিলেন পন্থ। সম্প্রতি এনসিএ-এর চিকিৎকেরা তাঁকে ফিট সার্টিফিকেট দেন। যার ফলে আসন্ন আইপিএল-এ খেলবেন তিনি।

আরও পড়ুন- কেরালার বিরুদ্ধে ৪-৩ এ জয় পেয়ে খুশি নন হাবাস, কিন্তু কেন ?