Tuesday, August 26, 2025

পোষ্য হিসেবে রাখতে পারবেন না পিটবুল, আমেরিকান বুলডগ! নয়া নির্দেশ কেন্দ্রের

Date:

আপনি কি বাড়িতে কুকুর রাখতে ভালবাসেন? তাহলে এবার থেকে সাবধান। বিশেষ কিছু প্রজাতির কুকুরের প্রজনন এবং বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার (Government of India)। আপনার পোষ্য কি সেই তালিকায় পড়ে? কেন্দ্রীয় মৎস্য এবং প্রাণিসম্পদ মন্ত্রক ২৩টি ‘ভয়ঙ্কর’ প্রজাতির কুকুরের বংশবৃদ্ধি আটকাতে সব রাজ্যকে নোটিশ পাঠালো। শুধু তাই-ই নয়, প্রজনন রুখতে ওই প্রজাতির কুকুরগুলির নির্বীজকরণও বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।

কুকুর মানুষের প্রিয় পোষ্য। প্রভুভক্ত এই প্রাণী যে কখন ভয়ঙ্কর হয়ে উঠবে সেই সম্পর্কে অনেকেরই সঠিক ধারণা থাকে না। সে ক্ষেত্রে বড় দুর্ঘটনা ঘটে যাওয়া সম্ভাবনা থাকে। এই কথা মাথায় রেখে দেশের বিভিন্ন নাগরিক মঞ্চ, পশুকল্যাণ সংস্থাগুলি থেকে কেন্দ্রের কাছে বেশ কিছু প্রজাতির পোষ্য কুকুরের প্রজনন এবং বিক্রি বন্ধ করার জন্য আবেদন করা হয়। দিল্লি হাই কোর্টে এই বিষয়ে একটি জনস্বার্থ মামলা হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতে নিষেধাজ্ঞার বিষয়ে কেন্দ্রের কাছে জবাব চেয়েছিল আদালত। এবার প্রশ্ন হচ্ছে কোন কোন প্রজাতির কুকুরকে ‘ভয়ঙ্কর’ বলা যাবে? আদালতের নির্দেশ মত একটি প্যানেল গঠন করা হয় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। সেখানেই ঠিক হয় পিটবুল টেরিয়ার, আমেরিকান বুলডগ, রটওয়েলার, তোসা ইনু, আমেরিকান স্ট্র্যাফোর্ডশায়ার টেরিয়ার, ফিলা ব্রাসিলেইরো, ডোগো আর্জেন্টিনো, বোয়ারবোয়েল কাঙ্গাল, সেন্ট্রাল এশিয়ান শেপার্ড, ককেশিয়ান শেপার্ড। এ ছাড়াও রয়েছে, সাউথ রাশিয়ান শেপার্ড, টর্নিয়াক, সারপ্ল্যানিনাচ, জাপানিজ় তোসা, আকিতা, ম্যাসটিফস, রোজেশিয়ান রিজব্যাক, উল্ফ ডগ, ক্যানারিয়ো, আকব্যাশ ডগ, মস্কো গার্ড ডগ, কেন করসো এবং ব্যানডগকে ‘ভয়ঙ্কর’ প্রজাতি বলে চিহ্নিত করা হবে। চারিত্রিক বৈশিষ্ট্য হিংস্রতা ইত্যাদির ওপর মূল্যায়ন করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরই সব রাজ্যের প্রাণিসম্পদ দফতরকে ওই প্রজাতির কুকুর বিক্রি এবং প্রজননে লাইসেন্স দিতে নিষেধ করা হয়েছে। তবে যাঁদের কাছে ইতিমধ্যেই এই প্রজাতির কুকুর পোষ্য হিসাবে রয়েছে, তাঁদের কুকুরের নির্বীজকরণের ব্যবস্থাও করাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।


Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version