Saturday, May 3, 2025

বাড়িতে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)দ্রুত নিজের গাড়িতে করে মুখ্যমন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করান। শেষ খবর অনুযায়ী আপাতত স্থিতিশীল রয়েছেন মুখ্যমন্ত্রী (CM),তবে কপালে এবং নাকে গুরুতর আঘাত পেয়েছেন। ইতিমধ্যেই তার সিটি স্ক্যান করানোর সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা। পাঁচ-ছজন বিশেষজ্ঞকে নিয়ে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রীর দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত আরোগ্য কামনা করেছে রাজনৈতিক মহল। সমাজমাধ্যমে ‘মমতা দিদি’র সুস্থতার প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ঘাটালে মিটিং চলাকালীন এই খবর পাওয়া মাত্রই বিশালাক্ষী মন্দিরে মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় পুজো দিলেন অভিনেতা দেব (Dev)। ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এমকে স্ট্যালিন, অরবিন্দ কেজরিওয়াল, চন্দ্রবাবু নাইডু, অধীর রঞ্জন চৌধুরীরা। মুখ্যমন্ত্রীর সুস্থতার বিষয়ে খোঁজখবর নিচ্ছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।

এসএসকেএম হাসপাতালের উডবোর্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে রয়েছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে মমতার বাড়ির লোকেরা যেমন পৌঁছেছেন ঠিক তেমনই তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রী সহ পুলিশ আধিকারিকরাও উপস্থিত হয়েছেন। আপাতত স্থিতিশীল রয়েছেন মুখ্যমন্ত্রী এবং চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলেছেন বলে অসমর্থিত সূত্রের খবর। সন্ধ্যা সাতটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। কপালে স্টিচ করা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই এমআরআই করানো হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনায় টুইট করেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ইউসুফ পাঠান সহ অন্যান্যরা। হাসপাতালে রয়েছেন ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি ,অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, মালা রায়, বীরবাহা হাঁসদা, রাজ চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের গোটা পরিবার। রাত নটা কুড়ি মিনিট নাগাদ তাঁকে ওয়ার্ড থেকে বের করে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে নিয়ে যাওয়া হয়।


Related articles

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...
Exit mobile version