লোকসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, কোনও ভোটারের নাম তালিকা থেকে বাদ দিতে হলে ফর্ম–৭ পূরণ করতে হবে। এটা বাধ্যতামূলক। এই ফর্ম ব্যবহার করতে পারবেন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার। আসল ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্যই এই ফর্ম ব্যবহারের নির্দেশিকা দেওয়া হয়েছে। তবে এই ফর্মের সঙ্গে উপযুক্ত তথ্যপ্রমাণ যাচাই করতে হবে কমিশনের অফিসারদের।ভোটারের নাম বাদ দিতে হলে লিখিত আকারে নির্দিষ্ট ব্যাখ্যা এবং প্রমাণ সামনে আনতে হবে।সেটা আবার জাতীয় নির্বাচন কমিশন খতিয়ে দেখবে।
নির্বাচন কমিশনের নির্দেশিকা থেকে জানা গিয়েছে, একই ব্যক্তির ছবি বারবার ব্যবহার হলে ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে। আবার একই ব্যক্তির নাম নানা ঠিকানায় পাওয়া গেলে নাম বাদ যাবে। এমনকী কোনও মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় থাকলে নাম বাদ পড়বে।এরই সঙ্গে জল্পনা তৈরি হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে।এখন দেখার নির্বাচন কমিশন কোনও বার্তা দেয় কিনা।