Sunday, August 24, 2025

শস্য বিমা যোজনায় পাট চাষিদের নাম নথিভুক্তকরণ, পঞ্চায়েতে বিশেষ শিবির রাজ্যের

Date:

বাংলা শস্য বিমা যোজনার আওতায় পাট চাষিদের নাম নথিভুক্ত করতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার (Government of West Bengal)। কৃষি দফতর (Agreeculture Department) সূত্রে জানা গেছে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আগামী ১ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত দু’মাস লাগাতার বিশেষ শিবিরের আয়োজন করা হবে। আজ রাজ্যজুড়ে কৃষক দিবস পালন করা হচ্ছে। এদিনই ২০ লক্ষ পাট চাষির সুবিধার জন্য কৃষি দফতরের তরফে একথা জানানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই জানিয়েছিলেন যে এই বিমার জন্য কৃষকদের কোনও টাকাও খরচ করতে হবে না। রাজ্য সরকারই প্রিমিয়ামের খরচ বহন করবে বলেও জানানো হয়েছে।

সারা দেশের মধ্যে এরাজ্যে সর্বাধিক পাট উৎপন্ন হয়। উৎপাদনের মোট পরিমাণ বছরে ৮০ লক্ষ বেলস। রাজ্যের মধ্যে মূলত মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলার কিছু জায়গায় পাট উৎপাদন হয় । পাট চাষিদের পাশে দাঁড়াতে বাংলা শস্য বিমার আওতায় তাঁদের বিমার প্রিমিয়াম মুকুব করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এবার যাতে সমস্ত পাটচাষি বাংলা শস্য বিমা যোজনা প্রকল্পে নাম লেখানোর সুযোগ পান সেই কথা মাথায় রেখে গ্রামে গ্রামে শিবির খোলার উদ্যোগ নেওয়া হল বলে কৃষি দফতরের তরফে জানানো হয়েছে। কৃষি আধিকারিকরা জানাচ্ছেন, দু’টি ক্ষেত্রে পাট চাষে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এপ্রিল-মে মাসে প্রখর রোদের কারণে পাট গাছের ক্ষতি হতে পারে। আবার অতিবৃষ্টি বা বন্যা হলে ক্ষতির আশঙ্কা থাকে। ফলে অন্যান্য ফসলের মতো এই ক্ষেত্রেও কৃষকদের জন্য শস্য বিমা নিশ্চিত করা আবশ্যক। সেই লক্ষ্যে বিশেষ শিবির চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।


Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version