বাড়ি ফিরলেন মমতা, দ্রুত সুস্থ হয়ে উঠবেন মুখ্যমন্ত্রী জানালেন অভিষেক

মুখ্যমন্ত্রীর আহত হবার খবর শুনে উদ্বিগ্ন রাজনৈতিক মহল। রাত ৯ঃ৫১ মিনিটে হাসপাতালে পৌঁছে যান রাজ্যপাল।

এই মুহূর্তে বাংলার মানুষের কাছে স্বস্তির খবর। ভাল আছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কপাল ফেটে গুরুতর আঘাত পেলেও আপাতত স্থিতিশীল বাংলার মুখ্যমন্ত্রী(CM)। বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স (BIN)থেকে পরীক্ষার পর নিজের গাড়িতে করেই বাড়ি ফিরলেন মমতা। একই গাড়িতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এসএসকেএম হাসপাতাল থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের অভিষেক জানান, মুখ্যমন্ত্রী আপাতত ভালো আছেন। তবে মাথায় গুরুতর চোট লেগেছে। চারটে সেলাই পড়েছে। তিনটে কপালে এবং একটি নাকে। বাংলার মানুষের আশীর্বাদে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

সন্ধ্যা সাড়ে ছটা সাতটা নাগাদ বাড়িতে পড়ে গিয়ে কপাল ফেটে রক্তাক্ত হন মমতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় বাড়িতেই উপস্থিত ছিলেন এবং দ্রুত তিনি মুখ্যমন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। সেই অবস্থায় সাময়িকভাবে অচেতন ছিলেন মমতা। পরে প্রাথমিক চিকিৎসার পর তাঁর জ্ঞান ফিরে আসে। এরপরই মাথার আঘাত কতটা গুরুতর সেটা জানতে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রীকে। গোটা চিকিৎসা প্রক্রিয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন অভিষেক। এরপর নিজের গাড়িতে করেই বাড়ি ফেরেন অসুস্থ মুখ্যমন্ত্রী। ডাক্তার শুভাশিস ঘোষের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড গঠন করা হয়। রাতে হাসপাতালে তরফে বুলেটিন প্রকাশ করে এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, আজ এমআরআই, সিটি স্ক্যান, ইসিজি এবং ডপলার টেস্ট করা হয়েছে মুখ্যমন্ত্রীর। আপাতত সাত দিন তাঁকে সম্পূর্ণ বেড রেস্ট থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীকে হাসপাতালে থাকার কথা বলা হয়েছিল কিন্তু তিনি রাজি হননি। আপাতত গুরুতর সমস্যা না থাকলেও বেশ কিছুদিন পর্যবেক্ষণের মাধ্যমে শারীরিক অবস্থার পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাওয়া যাবে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় কিছুটা হলেও চিন্তায় রয়েছেন চিকিৎসকরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রক্তচাপ অত্যন্ত কমে যাওয়াতেই ব্ল্যাকআউট হয়ে গিয়ে পড়ে গেছিলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর আহত হবার খবর শুনে উদ্বিগ্ন রাজনৈতিক মহল। রাত ৯ঃ৫১ মিনিটে হাসপাতালে পৌঁছে যান রাজ্যপাল। এর আগে সমাজ মাধ্যমে পোস্ট করে উপরাষ্ট্রপতি থেকে বিরোধী দলের নেতা ও সর্বভারতীয় দলের বিভিন্ন নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করেন। তৃণমূল কংগ্রেসের সমাজ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ছবি পোস্ট করা মাত্রই দ্রুত দলের সব নেতা-মন্ত্রীরাই এসএসকেএম হাসপাতালে উপস্থিত হন। গোটা দেশ জুড়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করেছেন, ঠিক তেমনি রাজ্যের বিভিন্ন প্রান্তে পুজো যজ্ঞ করেন তৃণমূল কর্মী সমর্থকরা। শেষ প্রাপ্ত খবর অনুযায়ী রাত ৯টা ৫৫ মিনিট নাগাদ কালীঘাটে নিজ বাসভবনে ফিরেছেন মমতা।