Monday, August 25, 2025

গাজার ত্রাণ শিবিরে প্যালেস্টাইনিদের ওপর ইজরায়েলি হামলায় মৃত্যু ২৯ জনের, আহত ১৫০

Date:

গাজা ভূখণ্ডে ফের ত্রাণ শিবিরে প্যালেস্টাইনিদের ওপর হামলা চালাল ইজরায়েলি সামরিক বাহিনী। ত্রাণের অপেক্ষায় থেকে প্রাণ গেল ২৯ জনের, আহত আরও ১৫০ জন।গাজার  স্বাস্থ্য মন্ত্রকের দাবি, মধ্য গাজার আল-নুসেইরাতে ত্রাণ বিলির সময় সেই শিবিরের উপর হামলা চালায় ইজরায়েলি সামরিক বাহিনী। অন্যদিকে, একই সময় দেইর আল-বালায় আরও একটি ত্রাণ শিবিরে হামলা চালানো হয় বলে জানা গিয়েছে।ইতিমধ্যেই, প্রায় সাড়ে পাঁচ মাস ধরে চলতে থাকা হামলার কারণে খাদ্য, জল সঙ্কট ও ত্রাণ সামগ্রীর অভাবের প্রভাব পড়ছে সব প্যালেস্টাইন শরণার্থীদের উপর।

দুদিন আগেও,  উত্তর গাজার একটি এলাকায় ত্রাণ পাঠানো হয়। সেই ত্রাণ নিতে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের। আহত হন আরও ২৫ জন। জানা গিয়েছে, ত্রাণ নেওয়ার সময় তাঁদের লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েলি ট্যাঙ্কারগুলি। গাজা স্বাস্থ্য মন্ত্রকের খবর অনুযায়ী, হামাসের সঙ্গে লড়াই শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত  মৃত্যু হয়েছে ৩১ হাজার মানুষের। আহত হয়েছেন প্রায় ৭২ হাজার মানুষ।

যদিও, গাজার আল-নুসেইরা ও দেইর আল-বালার ত্রাণ শিবিরে হামলার কথা অস্বীকার করে সেটি ‘মিথ্যা’ বলে দাবি করা হয়েছে ইজরায়েলের তরফে।গত ২৯ ফেব্রুয়ারিতেও একটি ত্রাণ শিবিরে হামলা চালিয়েছিল ইজ়রায়েল বাহিনী। ত্রাণ নেওয়ার জন্য অপেক্ষারত প্যালেস্টাইনিদের উপর হামলা চালানো হয় বলে দাবি গাজা প্রশাসনের। সেই হামলায় ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

 

Related articles

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...
Exit mobile version