Wednesday, November 5, 2025

গাজার ত্রাণ শিবিরে প্যালেস্টাইনিদের ওপর ইজরায়েলি হামলায় মৃত্যু ২৯ জনের, আহত ১৫০

Date:

গাজা ভূখণ্ডে ফের ত্রাণ শিবিরে প্যালেস্টাইনিদের ওপর হামলা চালাল ইজরায়েলি সামরিক বাহিনী। ত্রাণের অপেক্ষায় থেকে প্রাণ গেল ২৯ জনের, আহত আরও ১৫০ জন।গাজার  স্বাস্থ্য মন্ত্রকের দাবি, মধ্য গাজার আল-নুসেইরাতে ত্রাণ বিলির সময় সেই শিবিরের উপর হামলা চালায় ইজরায়েলি সামরিক বাহিনী। অন্যদিকে, একই সময় দেইর আল-বালায় আরও একটি ত্রাণ শিবিরে হামলা চালানো হয় বলে জানা গিয়েছে।ইতিমধ্যেই, প্রায় সাড়ে পাঁচ মাস ধরে চলতে থাকা হামলার কারণে খাদ্য, জল সঙ্কট ও ত্রাণ সামগ্রীর অভাবের প্রভাব পড়ছে সব প্যালেস্টাইন শরণার্থীদের উপর।

দুদিন আগেও,  উত্তর গাজার একটি এলাকায় ত্রাণ পাঠানো হয়। সেই ত্রাণ নিতে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের। আহত হন আরও ২৫ জন। জানা গিয়েছে, ত্রাণ নেওয়ার সময় তাঁদের লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েলি ট্যাঙ্কারগুলি। গাজা স্বাস্থ্য মন্ত্রকের খবর অনুযায়ী, হামাসের সঙ্গে লড়াই শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত  মৃত্যু হয়েছে ৩১ হাজার মানুষের। আহত হয়েছেন প্রায় ৭২ হাজার মানুষ।

যদিও, গাজার আল-নুসেইরা ও দেইর আল-বালার ত্রাণ শিবিরে হামলার কথা অস্বীকার করে সেটি ‘মিথ্যা’ বলে দাবি করা হয়েছে ইজরায়েলের তরফে।গত ২৯ ফেব্রুয়ারিতেও একটি ত্রাণ শিবিরে হামলা চালিয়েছিল ইজ়রায়েল বাহিনী। ত্রাণ নেওয়ার জন্য অপেক্ষারত প্যালেস্টাইনিদের উপর হামলা চালানো হয় বলে দাবি গাজা প্রশাসনের। সেই হামলায় ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

 

Related articles

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version