Saturday, May 3, 2025

রেশন বন্টন মামলার তদন্তে লালবাজার! আজ বিকেলেই ডিসিদের তথ্য জমা দেওয়ার নির্দেশ

Date:

রেশন বন্টন মামলার তদন্তে এবার তৎপর কলকাতা পুলিশ (Kolkata Police)। সূত্রের খবর, কলকাতা পুলিশের অন্তর্গত প্রতিটি ডেপুটি কমিশনারের (Deputy Commissioner) কাছে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ১৪ মার্চ ২০২৪ সাল পর্যন্ত কী কী অভিযোগ (Complaints) জমা পড়েছে, প্রতিটি ডেপুটি কমিশনারের কাছে সেই তথ্য চেয়ে পাঠানো হয়েছে। শুক্রবারের মধ্যেই সেই সমস্ত তথ্য লালবাজারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত, কলকাতা পুলিশের অন্তর্গত বিভিন্ন থানা এলাকায় রেশন বন্টন মামলায় ঠিক কত অভিযোগ জমা পড়েছে, আপাতত সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আদৌ কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কী না তা জানতেই এমন পদক্ষেপ লালবাজারের (Lalbazar)।

তবে আদালতের নির্দেশ মতো রেশন বন্টন মামলার তদন্ত শুরু করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু দেখতে দেখতে সময় পেরলেও তদন্ত এখনও সেই তিমিরেই পড়ে রয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান, বনগাঁর বিধায়ক শঙ্কর আঢ্য এবং বিশ্বজিৎ দাসকে গ্রেফতার করলেও এখনও কিছুই প্রমাণ করতে পারেনি ইডি। এমন আবহে কলকাতা পুলিশের এই পদক্ষেপকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছে রাজনৈতিক মহল। যদিও এই বিষয়ে কলকাতা পুলিশের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে একের পর এক রাজ্যে মোদি সরকারের লাগাতার হেনস্থার অভিযোগে সরব বিরোধীরা। নির্বাচন এলেই কেন্দ্রের ‘অতিতৎপরতা’ নিয়েও ইতিমধ্যে একাধিক অভিযোগ সামনে এসেছে। তার মধ্যে এবার রেশন বন্টন মামলায় সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে শুক্রবার বিকেলেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ লালবাজারের।

Related articles

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...
Exit mobile version