Tuesday, December 16, 2025

দাড়িভিটে ছাত্রমৃত্যুর ঘটনায় (Darivit Case)এবার আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থার (Rajashekhar Mantha)বেঞ্চ জানায় ২০২৩ সালে এনআইএ-কে (NIA)তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারপর ১০ মাস কেটে গেলেও তদন্তের কোনও অগ্রগতি নেই বলে অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি। এরপরই নির্দেশ কার্যকর না হওয়ায় রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং এডিজি সিআইডি-র বিরুদ্ধে রুল জারি করা হয়। আগামী ৫ এপ্রিল তাঁদের আদালতে উপস্থিত হতে বলা হয়েছে।

২০১৮ সালের ২০ সেপ্টেম্বর, শিক্ষক নিয়োগ ঘিরে উত্তর দিনাজপুরের দাড়িভিটে ছাত্র-পুলিশ খণ্ডযুদ্ধে বাঁধে। কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে দাড়িভিট হাইস্কুল চত্বর। মৃত্যু হয় রাজেশ সরকার ও তাপস বর্মন নামে ২ প্রাক্তন ছাত্রের। এরপরই পুলিশের গুলিতে দুই ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। রাজ্যসরকার CID-কে তদন্তভার দেয়। মামলা গড়ায় আদালতে। প্রাথমিক চার্জশিট নস্যাৎ করে দেয় আদালত। এই মামলায় গত বছর মে মাসে NIA দিয়ে তদন্ত করানোর নির্দেশ দেন বিচারপতি মান্থা। কিন্তু এতদিন পরেও সেই নির্দেশ কেন কার্যকরী হয়নি সেই প্রশ্ন তুলে আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট। রাজ্যের তরফে বলা হয় যে মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছিল। সেখানে মামলা বিচারাধীন। তাই সিঙ্গল বেঞ্চের নির্দেশ মানতে আইনগত সমস্যা থাকায় নথি হস্তান্তর করা যায়নি।


Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...
Exit mobile version