Tuesday, August 26, 2025

শিক্ষার্থীদের সঠিক দিশা দেখাল জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের ‘প্লেসমেন্ট ফেয়ার ২০২৪’

Date:

শুধু কেরিয়ার তৈরি করাই নয় সঙ্গে সঠিক ভবিষ্যৎ গড়ে দেওয়ার স্বপ্নকে সত্যি করে তুলতেই জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের (George Telegraph Training Institute)তরফ থেকে আয়োজন করা হল ‘প্লেসমেন্ট ফেয়ার ২০২৪’ (Placement Fair 2024) । ১৯২০ সাল থেকে আজ পর্যন্ত শিক্ষার্থীদের সঠিক দিশা দেখাচ্ছে জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট (George Telegraph Training Institute)। এবার পড়ুয়াদের আগামীতে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ইন্সটিটিউটের তরফ থেকে ১৪ মার্চ এক প্লেসমেন্ট ফেয়ারের (Placement Fair 2024) আয়োজন করা হয়েছে।উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

শিয়ালদহ প্রধান প্রশিক্ষণ ক্যাম্পাসে জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট ‘প্লেসমেন্ট ফেয়ার ২০২৪’-এর আয়োজন করেছে। এই মেলায় রিলায়েন্স জিও, ডাইকিন, আইএফবি, টাটা, টয়োটা, এলজি, হোন্ডা, স্যামসাং এবং উচ্চ খ্যাতিসম্পন্ন বিভিন্ন সংস্থার মতো ১০০ টিরও বেশি বিখ্যাত কোম্পানি অংশগ্রহণ করেছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত অভ্যাগতরা বলেন, জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট একটি প্রতিষ্ঠান যা ১০৪ বছর ধরে শিক্ষা ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে। ভারতের শিক্ষা ল্যান্ডস্কেপের ক্ষেত্রে একটি বিশেষ উল্লেখযোগ্য নাম এই ইন্সটিটিউট। দেশের তরুণদের নতুন জীবিকার নতুন পথ দেখিয়েছে এই সংস্থা। পাশাপাশি তাঁরা আরও বলেন যে যেভাবে এই প্লেসমেন্ট ফেয়ার ঘিরে উন্মাদনা চোখে পড়েছে তা যথেষ্ট প্রশংসনীয়। এছাড়াও মেলায় প্রদত্ত নেটওয়ার্কিং সুযোগের উপর জোর দেওয়ার কথা বলেন সকলেই।

জর্জ টেলিগ্রাফ গ্রুপের ট্রাস্টি ডিরেক্টর অনিন্দ্য দত্ত বলেন, আমাদের জাতীয় লক্ষ্য হল, সবার জন্য চাকরি’। প্রযুক্তিগত এবং বৃত্তিমূলক প্রশিক্ষণে ১০৪ বছরেরও বেশি সময় ধরে এই ইন্সটিটিউট উৎকর্ষতার সঙ্গে চাকরির সুযোগ করে দিয়েছে যোগ্যদের। আগামিতেও এই কাজ চলবে।এই ইন্সটিটিউট একটি প্লেসমেন্ট ইকোসিস্টেম প্রতিষ্ঠা করতে চায় যা ভবিষ্যতে কোনও সীমানার বেড়াজালে আটকে থাকবে না।

 

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version