Monday, August 25, 2025

জুন মালিয়ার সমর্থনে আজ বেলদায় ‘জনগর্জন’ সভা অভিষেকের, উপস্থিত থাকতে পারেন দেবও

Date:

শনিবার দুপুরেই লোকসভা নির্বাচনের (Loksabha Election) দিনক্ষণ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। আর ঠিক সেই সময় পশ্চিম মেদিনীপুরে (West Midnapore) “জনগর্জন” সভা করতে চলেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন বেলদা স্টেডিয়ামে বেলা তিনটে নাগাদ তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়ার (June Malia) সমর্থনে সভা করবেন অভিষেক। পঞ্চায়েত নির্বাচনের আগেও প্রচার করতে পশ্চিম মেদিনীপুরে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে এদিনের সভা থেকে অভিষেক কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছেন জেলার কর্মী সমর্থকরা। তৃণমূল সূত্রে খবর, এদিনের সভায় উপস্থিত থাকতে পারেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী (Deepak Adhikary)।

ইতিমধ্যেই সভাস্থল পরিদর্শন করেছেন মেদিনীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া, নারায়ণগড়ের বিধায়ক সূর্য অট্ট, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ সহ জেলা নেতৃত্ব। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও নারায়ণগড় বিডিও অফিসে বৈঠকও করেছেন মেদিনীপুরের প্রার্থী। জুন মালিয়া বলেন, “১৬ মার্চ আমাদের দলের সেনাপতি অভিষেক আসছেন। আমার হয়ে প্রচার করবেন তিনি।”

এদিকে জুন মালিয়ার সমর্থনে এদিনের সভায় অভিষেক যে বাংলার প্রতি কেন্দ্রের মোদি সরকারের বঞ্চনার কথাই তুলে ধরবেন তা স্পষ্ট করে দিয়েছেন মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন কেন্দ্র ১০০ দিনের কাজ ও আবাস প্রকল্পে টাকা দেয়নি। এ নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি করেছিলেন। বিজেপি যুব নেতৃত্বকে পাঠানোর দাবি করলেও এখন কেউ আসেনি। সুতরাং চ্যালেঞ্জ বেলদার সভাতেও থাকবে।’’ অন্যদিকে এদিনের সভায় লক্ষাধিক মানুষের জময়েতের টার্গেট নিয়েছে তৃণমূল। জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, দীর্ঘদিন পর ফের জেলায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা শুনতে মুখিয়ে রয়েছেন জেলার নেতাকর্মীরা।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version