Sunday, May 4, 2025

লোকসভা ভোটের আগে স্বস্তি! আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে ‘রক্ষাকবচ’ আদালতের

Date:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) মুখে বড়সড় স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। শনিবার আবগারি দুর্নীতি মামলায় আপ প্রধানের (AAP Supremo) আগাম জামিনের আবেদন মঞ্জুর করল রাউস অ্যাভিনিউ আদালত (Rouse Avenue Court)। এদিন সকালেই আদালতে সশরীরে উপস্থিত ছন তিনি। দিনকয়েক আগেই রাউস অ্যাভিনিউ আদালতে কেজরিওয়ালের বিরুদ্ধে নালিশ জানিয়েছিল ইডি। আর এরপরই আপ প্রধান জানিয়েছিলেন, শনিবারই তিনি আদালতে হাজির হবেন। আর সেই মতোই এদিন সকাল সকাল আদালতের দ্বারস্থ হন কেজরিওয়াল। উল্লেখ্য, আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলায় শুক্রবার তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী, কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা তথা ভারত রাষ্ট্র সমিতির বিধান পরিষদ সদস্য কে কবিতাকে গ্রেফতার করে হায়দরাবাদ থেকে দিল্লিতে আনা হয়েছে। আর সেকারণেই আর বিলম্ব না করে এবার আদালতের দ্বারস্থ হন কেজরি।

এই প্রথম নয়, এর আগেও একই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় বারবার ইডির সমন এড়ানোর পরেই দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে গত ৩ ফেব্রুয়ারি আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরই আদালতে হাজির হয়ে জবাবদিহি করার নির্দেশ দেওয়া হয় আপের প্রধানকে। এরপরই গত ১৭ ফেব্রুয়ারি আদালতে ভার্চুয়াল শুনানিতে হাজির হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, আবগারি মামলায় কেজরিওয়ালকে মোট আট বার তলব করেছে ইডি। কিন্তু প্রতিবারই হাজিরা এড়িয়েছেন তিনি। তবে গত সোমবার কেজরীওয়াল জানান, আগামী ১২ মার্চের পর তিনি ভার্চুয়ালি ইডির প্রশ্নের উত্তর দিতে চান। যদিও ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ সম্ভব নয় বলে কেজরিওয়ালকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সেই মতো এদিন আদালতে হাজির হয়ে ইডির গ্রেফতারি এড়ালেন তিনি।

 

Related articles

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

৪ মে রবিবার ২০২৫১ গ্রাম        ১০ গ্রামপাকা সোনার বাট       ৯৩৯০ ₹    ৯৩৯০০...

আইরিশ গাল্রফ্রেন্ডের সঙ্গে নতুন পথ চলা শুরু শিখর ধওয়ানের

নতুন সম্পর্কের পথে চলা শুরু শিখর ধওয়ানের(Shikhar Dhawan)। হ্যাঁ কয়েকদিন আগে তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে সেই কথা জানিয়ে...

রাষ্ট্রপতি শাসন! রাজ্যপালের সামশেরগঞ্জ-রিপোর্ট বিজেপি-কে খুশি করতে, তোপ তৃণমূলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির প্রায় একমাস পার। জনজীবন স্বাভাবিক করে স্থানীয় মানুষ নিত্যদিনের কাজ থেকে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক করেছে।...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৪ মে (রবিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version