Thursday, August 28, 2025

লোকসভা ভোটের আগে স্বস্তি! আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে ‘রক্ষাকবচ’ আদালতের

Date:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) মুখে বড়সড় স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। শনিবার আবগারি দুর্নীতি মামলায় আপ প্রধানের (AAP Supremo) আগাম জামিনের আবেদন মঞ্জুর করল রাউস অ্যাভিনিউ আদালত (Rouse Avenue Court)। এদিন সকালেই আদালতে সশরীরে উপস্থিত ছন তিনি। দিনকয়েক আগেই রাউস অ্যাভিনিউ আদালতে কেজরিওয়ালের বিরুদ্ধে নালিশ জানিয়েছিল ইডি। আর এরপরই আপ প্রধান জানিয়েছিলেন, শনিবারই তিনি আদালতে হাজির হবেন। আর সেই মতোই এদিন সকাল সকাল আদালতের দ্বারস্থ হন কেজরিওয়াল। উল্লেখ্য, আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলায় শুক্রবার তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী, কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা তথা ভারত রাষ্ট্র সমিতির বিধান পরিষদ সদস্য কে কবিতাকে গ্রেফতার করে হায়দরাবাদ থেকে দিল্লিতে আনা হয়েছে। আর সেকারণেই আর বিলম্ব না করে এবার আদালতের দ্বারস্থ হন কেজরি।

এই প্রথম নয়, এর আগেও একই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় বারবার ইডির সমন এড়ানোর পরেই দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে গত ৩ ফেব্রুয়ারি আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরই আদালতে হাজির হয়ে জবাবদিহি করার নির্দেশ দেওয়া হয় আপের প্রধানকে। এরপরই গত ১৭ ফেব্রুয়ারি আদালতে ভার্চুয়াল শুনানিতে হাজির হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, আবগারি মামলায় কেজরিওয়ালকে মোট আট বার তলব করেছে ইডি। কিন্তু প্রতিবারই হাজিরা এড়িয়েছেন তিনি। তবে গত সোমবার কেজরীওয়াল জানান, আগামী ১২ মার্চের পর তিনি ভার্চুয়ালি ইডির প্রশ্নের উত্তর দিতে চান। যদিও ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ সম্ভব নয় বলে কেজরিওয়ালকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সেই মতো এদিন আদালতে হাজির হয়ে ইডির গ্রেফতারি এড়ালেন তিনি।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version