Monday, August 25, 2025

রাজনৈতিক দলকে ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে টাকা দেওয়ার বিজেপির যে নোংরা রাজনীতির খেলায় নির্বাচনের আগে বিতর্ক শুরু হয়েছে, তার প্রভাব নির্বাচন কমিশনের ওপরও অনেকাংশে পড়েছে। নির্বাচনে আর্থিক লেনদেন নিয়ে স্বচ্ছতা বজায় রাখতে ঘটা করে ২২টি এজেন্সিকে যে যুক্ত করতে বাধ্য হয়েছে কমিশন, শনিবার ভোটের দিনক্ষণ প্রকাশের সময় সে কথা স্বীকার করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

১৮ তম লোকসভা নির্বাচনে সব ধরনের আর্থিক লেনদেনের ওপর নজরদারি চালানো হবে এই ২২ এজেন্সির মাধ্যমে, স্পষ্ট করে দিলেন রাজীব কুমার। নগদ অর্থের লেনদেন কোথাও হলে তার উৎস কী, কোন পথে সেই টাকা এসেছে, সবেতেই থাকবে নজরদারি। অন্যদিকে এজেন্সির মাধ্যমে অনলাইন লেনদেনের ওপরও থাকবে নজরদারি।

তবে শুধু নগদ আর্থিক লেনদেন নয়, যে কোনও ধরনের দ্রব্য যেমন পোশাক, খাবার, মদ ইত্যাদির আদানপ্রদান, যাতে ভোটারদের প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে, তাতে নজর থাকবে। আন্তর্জাতিক সীমান্তে যেমন বিএসএফের মাধ্যমে কড়া নজরদারি থাকবে, তেমনই আন্তঃরাজ্য সীমানাতেও থাকবে নজরদারি।

নজরদারি চালানো হবে সব ধরনের পরিবহনক্ষেত্রে। রেলপথে জিআরপি ও আরপিএফ পরীক্ষা করবে লাগেজ। সব বিমানবন্দরকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে বাণিজ্যিক বিমান পরিবহন হয় না সেক্ষেত্রে হেলিকপ্টারেও নজরদারি চালানো হবে কোনও রকম আর্থিক লেনদেন বিষয় জড়িত রয়েছে কি না জানতে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version