Monday, May 5, 2025

অবশেষে ভোটের মুখে মন্ত্রী-প্রতিমন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির বিলে স্বাক্ষর রাজ্যপালের, দেরি নিয়ে নীরব রাজভবন!

Date:

দীর্ঘদিন আটকে রাখার পরে অবশেষে লোকসভা ভোটের মুখে রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধির বিলে স্বাক্ষর করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। শনিবার, সকালে রাজভবনের তরফে এক্স হ্যান্ডেলে (X Handle) এই খবর জনানো হয়। এপ্রিল মাস থেকেই বর্ধিত বেতনের সিদ্ধান্ত কার্যকর হবে।

এদিন সকালে রাজভবনের এক্স হ্যান্ডলে লেখা হয়, ২টি বিলে সম্মতি দিয়েছেন রাজ্যপাল। একটি পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্যদের বেতন (সংশোধন বিল) ২০২৩ এবং অন্যটি পশ্চিমবঙ্গে বেতন এবং ভাতা (সংশোধন) বিল ২০২৩।

গত ৭ সেপ্টেম্বরেই বিধানসভার বাদল অধিবেশনে সমস্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কের বেতন বৃদ্ধি করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর কথায়, “আমাদের রাজ্যের বিধায়কদের বেতন দেশের মধ্যে সবচেয়ে কম। তাই আমাদের সরকার বিধায়কদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।“ বলেন, “আমি বেতন বাড়িয়েছি বেশ করেছি। সুযোগ পেলে আবার বাড়াব।” তবে, তিনি জানান, নিজের বেতন বৃদ্ধি করছেন না।

আগে বিধায়কদের বেতন ছিল প্রতি মাসে ১০ হাজার টাকা, তা বেড়ে হল ৫০ হাজার টাকা। প্রতিমন্ত্রীরা মাসে ১০ হাজার ৯০০ টাকা করে বেতন পেতেন। এবার থেকে তাঁরা পাবেন ৫০ হাজার ৯০০ টাকা। আর রাজ্যের পূর্ণমন্ত্রীদের এতদিন বেতন ছিল ১১ হাজার টাকা। তাঁরা বেতন বাবদ এ বার থেকে ৫১ হাজার টাকা পাবেন।

সরকারের বেতন কাঠামো অনুযায়ী, ভাতা এবং কমিটির বৈঠকে যোগদানের মিলিয়ে বাংলার বিধায়কেরা মোট ৮১ হাজার টাকা পেতেন। এ বার থেকে তাঁদের মোট প্রাপ্য হবে ১ লক্ষ ২১ হাজার টাকা। রাজ্যের বিরোধী দলনেতা, প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রীরা এবার থেকে প্রায় দেড় লক্ষ টাকা করে পাবেন। রাজ্যপালের সম্মতির পরে এপ্রিল থেকে এই বেতন কার্যকর হবে। তবে, কেন এতদিন ধরে বিলটি রাজভবনে আটকে ছিল, তার কেনই বা ঠিক লোকসভা ভোটের মুখে সেটায় আনন্দ বোস (CV Anand Bose) সম্মতি দিলেন তার কোনও ব্যাখ্যা দেয়নি রাজভবন।




Related articles

ভার্চুয়াল শুনানিতেই গ্রেফতার! জেলবন্দি অবস্থায় ‘হত্যায়’ আবার জেলে চিন্ময়কৃষ্ণ দাস

সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের যে কোনওভাবেই মাথা তুলে দাঁড়াতে দেবেন না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস (Mohammed Yunus),...

সব জায়গায় সব মন্দির আছে, বিজেপি-র এত রাগ কেন: জগন্নাথধাম নিয়ে মোক্ষম জবাব মমতার

পুরীর মন্দিরকে সম্মান করি। সব জায়গায় সব মন্দির আছে। দিঘায় জগন্নাথমন্দির নিয়ে বিজেপির কটাক্ষের মোক্ষম জবাব দিলেন মুখ্যমন্ত্রী...

রিষড়ার সাউভাই দ্রুত ফিরে আসুন: বিএসএফ জওয়ানের জন্য অপেক্ষা মুখ্যমন্ত্রীর

১২ দিন অতিক্রান্ত হলেও বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার। এমনকি রবিবার...

মোহনবাগানের পথে রবসন রবিনহো!

ইস্টবেঙ্গলে(Eastbengal) যাওয়ার কথা শোনা গেলেও দল বদলের বাজেরা হঠাত্ই যেন পট পরিবর্তন। রবসন রবিনহো(Robson Robinho) ইস্টবেঙ্গলে নয়, যেতে...
Exit mobile version