Thursday, December 18, 2025

বাড়ল মহিলা ভোটার, শতায়ু পার ২.১৮ লক্ষ!

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election Schedule) নির্ঘণ্ট প্রকাশিত হল। সাতদফায় ভোটের ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Chief Election Commissioner)। ভোটার লিস্ট সংক্রান্ত তথ্য প্রকাশ করে জানানো হয়েছে যে এবছর মহিলা ভোটারের (Female Voter)সংখ্যা বেড়েছে। মোট ভোটার ৯৬. ৮ কোটি। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৪৯.৭ কোটি এবং মহিলা ভোটারের সংখ্যা ৪৭.১ কোটি। ৮৫ ঊর্ধ্ব ভোটারের সংখ্যা প্রায় ৮২ লক্ষ। তবে সবথেকে চমক দেওয়ার বিষয় হল এবছর শতায়ু পার ভোটারের সংখ্যা প্রায় ২.১৮ লক্ষ। ৮০ বছরের বেশি বয়সীদের নিজের বাড়িতেই ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে কমিশনার এদিন জানান যে সমীক্ষায় দেখা গেছে বয়স্কদের মধ্যে ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের প্রবণতা বেশি।

নির্বাচন কমিশনা এদিন যে তালিকা প্রকাশ করেছে সেখানে দেখা গেছে ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন প্রায় ৪৮ হাজার। ১.৮ কোটি ভোটার প্রথমবার ভোট দেবেন। বিশেষভাবে সক্ষম ভোটারের সংখ্যা ৮৮.৪ লক্ষ। ২০ থেকে ২৯ বছর বয়সী ভোটারের সংখ্যা ১৯.৭৪ কোটি। বাংলায় ৪ লক্ষেরও বেশি ভোটার বেড়েছে। পশ্চিমবঙ্গে মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৫৮ লক্ষ ৩৭ হাজার ৭৭৮ জন। যার মধ্যে নতুন ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৩৩ হাজার ৯৩৬ জন। এছাড়াও ১৮ থেকে ১৯ বছরের ভোটারের সংখ্যা ১৫ লক্ষ ৩১ হাজার ৯২৩ জন। নতুন ভোটারের মধ্যে ৫ লক্ষ ৬৩ হাজার ৫২১ জন পুরুষ, ৫লক্ষ ৭০হাজার ৩৪১ জন মহিলা ও ৭৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার। পাশাপাশি এই মুহূর্তে রাজ্যে মোট পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৮৫ লক্ষ ৩০ হাজার ৯৮১ জন, মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৭৩ লক্ষ ৪ হাজার ৯৬০জন ও তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১ হাজার ৮৩৭জন।

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...