Wednesday, November 12, 2025

লোকসভা নির্বাচনের (Loksabha Election Schedule) নির্ঘণ্ট প্রকাশিত হল। সাতদফায় ভোটের ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Chief Election Commissioner)। ভোটার লিস্ট সংক্রান্ত তথ্য প্রকাশ করে জানানো হয়েছে যে এবছর মহিলা ভোটারের (Female Voter)সংখ্যা বেড়েছে। মোট ভোটার ৯৬. ৮ কোটি। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৪৯.৭ কোটি এবং মহিলা ভোটারের সংখ্যা ৪৭.১ কোটি। ৮৫ ঊর্ধ্ব ভোটারের সংখ্যা প্রায় ৮২ লক্ষ। তবে সবথেকে চমক দেওয়ার বিষয় হল এবছর শতায়ু পার ভোটারের সংখ্যা প্রায় ২.১৮ লক্ষ। ৮০ বছরের বেশি বয়সীদের নিজের বাড়িতেই ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে কমিশনার এদিন জানান যে সমীক্ষায় দেখা গেছে বয়স্কদের মধ্যে ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের প্রবণতা বেশি।

নির্বাচন কমিশনা এদিন যে তালিকা প্রকাশ করেছে সেখানে দেখা গেছে ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন প্রায় ৪৮ হাজার। ১.৮ কোটি ভোটার প্রথমবার ভোট দেবেন। বিশেষভাবে সক্ষম ভোটারের সংখ্যা ৮৮.৪ লক্ষ। ২০ থেকে ২৯ বছর বয়সী ভোটারের সংখ্যা ১৯.৭৪ কোটি। বাংলায় ৪ লক্ষেরও বেশি ভোটার বেড়েছে। পশ্চিমবঙ্গে মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৫৮ লক্ষ ৩৭ হাজার ৭৭৮ জন। যার মধ্যে নতুন ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৩৩ হাজার ৯৩৬ জন। এছাড়াও ১৮ থেকে ১৯ বছরের ভোটারের সংখ্যা ১৫ লক্ষ ৩১ হাজার ৯২৩ জন। নতুন ভোটারের মধ্যে ৫ লক্ষ ৬৩ হাজার ৫২১ জন পুরুষ, ৫লক্ষ ৭০হাজার ৩৪১ জন মহিলা ও ৭৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার। পাশাপাশি এই মুহূর্তে রাজ্যে মোট পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৮৫ লক্ষ ৩০ হাজার ৯৮১ জন, মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৭৩ লক্ষ ৪ হাজার ৯৬০জন ও তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১ হাজার ৮৩৭জন।

Related articles

সততার সঙ্গে মন্ত্রিত্ব করেছি? বলেন কী পার্থ!

তিনবছর তিনমাস কারা মুক্তির পরে বাড়ি ফিরে প্রথম রাতে ঘুমোতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। বুধবার,...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা...

ভয়াবহ! পথকুকুরদের হামলায় চিড়িয়াখানায় মৃত্যু কমপক্ষে ১০ হরিণের

কেরলে চিড়িয়াখানায় হরিণদের উপর ভয়াবহ হামলা পথ কুকুরদের(Street Dog)। ত্রিশূরে নবনির্মিত পুথুর চিড়িয়াখানা উদ্বোধন হয়েছে একমাসও হয়নি। তার...
Exit mobile version