Monday, August 25, 2025

এবারেও ব্রাত্য জম্মু- কাশ্মীর! ভূস্বর্গে হচ্ছে না বিধানসভা ভোট

Date:

দেশ জুড়ে লোকসভা ও বিধানসভা ভোটের (Loksabha & Assembly Election Schedule)নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন (National Election Commission)। ১৯ এপ্রিল শুরু হবে এবারের নির্বাচন, চলবে ১জুন পর্যন্ত। এবার ৭ দফায় হবে নির্বাচন। লোকসভা নির্বাচনের সঙ্গেই সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ ও অন্ধ্রপ্রদেশেও বিধানসভা ভোট। কিন্তু এই তালিকায় আয়তনের হিসেবে দেশের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম নেই। প্রায় এক দশক পরেও জম্মু – কাশ্মীরে বিধানসভা ভোটের (Jammu Kashmir Assembly Election)কোনও ঘোষণা নেই। ২০১৪ সালের নভেম্বর-ডিসেম্বরে শেষ বার বিধানসভা ভোট হয়েছিল অবিভক্ত জম্মু ও কাশ্মীর রাজ্যে। এরপর ২০১৯ সালে কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করে মোদি সরকার (Modi Government)। ফলে জম্মু ও কাশ্মীর বিশেষ অধিকার এবং রাজ্যের মর্যাদা হারায়। গত ডিসেম্বরে সুপ্রিম কোর্ট মোদি সরকারের সিদ্ধান্তে অনুমোদন দেওয়ার পরেই সেখানে বিধানসভা নির্বাচন করানোর ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিন্তু আজ রাজীব কুমারের ঘোষণায় সেইরকম কিছুই জানানো হল না। যদিও জম্মু ও কাশ্মীরের ৫টি এবং লাদাখের ১টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে কমিশন।

ডিলিমিটেশন কমিশন-এর রিপোর্টের ভিত্তিতে গত বছর কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা আসনসংখ্যা ৮৩ থেকে বাড়িয়ে ৯০ করা হয়েছিল । সাতটি আসনের মধ্যে ৬টি বেড়েছে জম্মুতে এবং কাশ্মীরে ১টি আসন বাড়ানো হয়েছে। এরপরই কাশ্মীরের তুলনায় জম্মুতে আসন বাড়ানো নিয়ে বিতর্ক হয়। নতুন ব্যবস্থায় জম্মু-কাশ্মীরে যে পাঁচটি লোকসভা কেন্দ্র রয়েছে, তার প্রত্যেকটিতে ১৮টি করে বিধানসভা কেন্দ্র থাকছে। যদিও ১০ বছরেও ভূস্বর্গে বিধানসভা ভোট করে ওঠা গেল না।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবার সন্ধেয় গড়িয়াহাটে আড্ডার আবহে প্রকাশিত হল কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন,...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version