Thursday, November 13, 2025

দেড় ঘণ্টায় পৌঁছবেন সিকিম, চলতি মাসেই ফের শুরু বিমান পরিষেবা

Date:

গরমের ছুটিতে যারা সিকিম যাওয়ার জন্য মনস্থির করেছেন বা ভাবনাচিন্তা করছেন, তাদের জন্য সুখবর। প্রায় ৬ মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে সিকিমের বিমান পরিষেবা। আবারও সরাসরি বিমান পরিষেবা চালু হতে চলেছে সিকিমের পাকিয়াং (Pakyong) বিমানবন্দরে। কলকাতা-সিকিম ও দিল্লি-সিকিমের মধ্যে চলবে এই বিমান। সব ঠিকঠাক থাকলে ৩১ মার্চ থেকেই শুরু হয়ে যাবে এই বিমান পরিষেবা।

গরমকালে যারা সিকিম বেড়াতে যেতে চান তাঁদের আর শিলিগুড়িতে নামতে হবে না। সরাসরি কলকাতা থেকে বেসরকারি বিমান সংস্থার বিমানে চলে যেতে পারবেন সিকিম। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (AAI) তরফে জানা গিয়েছে, কলকাতা থেকে সিকিম পর্যন্ত প্রত্যেকদিন বিমান চললেও, দিল্লি থেকে সিকিম পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন চলবে বিমান। ৭৮ আসন বিশিষ্ট দুটি বিমান চালাবে স্পাইস জেট (Spice Jet)।

সকাল ৮টা ৫ মিনিটে কলকাতা থেকে উড়বে এই বিমান। ৯টা ৩৫ মিনিটে সিকিমের পাকিয়াং বিমানবন্দরে পৌঁছবে। আবার বেলা ১০টা ৩০ মিনিটে পাকিয়াং থেকে ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে কলকাতা পৌঁছবে ওই বিমান। অন্যদিকে, দিল্লি থেকে সকাল ৯টা ৪৫ মিনিটে ছেড়ে সিকিমে পৌঁছাবে দুপুর ১২টা ৪০ মিনিটে। আবার দুপুর ১টা ১০ মিনিটে সিকিম থেকে ছেড়ে দিল্লি বিমানবন্দরে বিকেল ৪টা ১০ মিনিটে পৌঁছবে ওই বিমান। পরিবর্তী সময়ে পরিষেবা আরও বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে।

এর আগে ২০১৮ সালে এই রুটে বিমান পরিষেবা চালু করেছিল স্পাইস জেট। অক্টোবরে সিকিমে বিরাট প্রাকৃতিক বিপর্যয়ে ভেঙে পড়ে গোটা এলাকার জনজীবন। পাকিয়াং-এর বিমানবন্দরটি পাহাড়ের ওপরে হলেও ভূমিকম্পের জেরে তার গার্ডওয়াল ভেঙে পড়ে। সিকিমের পরিস্থিতি ছয়মাসে অনেকটাই স্বাভাবিক। বিমানবন্দরকেও আবার আগের পরিস্থিতিতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এবার তাই বিমান পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া-র তরফে।

Related articles

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...
Exit mobile version