Thursday, November 13, 2025

রাজনৈতিক দলগুলির ইলেক্টোরাল বন্ডের তথ্য প্রকাশিত, জানালো নির্বাচন কমিশন

Date:

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজনৈতিক দলগুলির মুখবন্ধ খামে পেশ করা ইলেক্টোরাল বন্ডের তথ্য প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে রবিবার এই কথা জানানো হয়। কমিশনের অনুমান ৩০ সেপ্টেম্বর ২০২৩ এর আগের ইলেক্টোরাল বন্ডের ডিজিটাল তালিকা রয়েছে এই তথ্যে। সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে যেভাবে তথ্য পেশ করা হয়েছিল, সেই ভাবেই নিজেদের ওয়েবসাইটে সব তথ্য তুলে ধরা হয়েছে বলে জানানো হয় কমিশনের তরফে।

১২ এপ্রিল সুপ্রিম কোর্ট এসবিআই-এর পেশ করা তথ্যে অসন্তোষ প্রকাশ করে রাজনৈতিক দলগুলির বিস্তারিত তথ্য প্রকাশের নির্দেশ দেয়। কীভাবে অ্যাকাউন্ট থেকে ফান্ড ট্রান্সফার হয়েছে, তা নিয়ে বিস্তারিত তথ্য পেশের নির্দেশ দেওয়া হয়। সেই মতো রাজনৈতিক দলগুলি মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে নিজেদের ইলেক্টোরাল বন্ড থেকে প্রাপ্ত টাকার হিসাবে পেশ করে। তবে একমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসবিআই-এর কাছে প্রতিটি বন্ডের ইউনিক নম্বর চাওয়া হয়েছিল, যাতে সুপ্রিম কোর্টের নির্দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য পেশ করা সম্ভব হয়।

তবে রবিবার কমিশন ইলেক্টোরাল বন্ডের তথ্য প্রকাশ করার পর দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলির ইলেক্টোরাল বন্ড ভাঙানোর দৈনিক হিসাব থেকে শুরু করে সামগ্রিক হিসাব পাওয়া যাচ্ছে ১৬ এপ্রিল ২০১৯ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। তথ্য অনুযায়ী এই সময়কালের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে ভাঙানো অর্থ:
বিজেপি – ৬,৯৮৬.৫ কোটি
কংগ্রেস – ১,৩৩৪.৩৫ কোটি
তৃণমূল কংগ্রেস – ১,৩৯৭ কোটি
ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) – ১,৩২২ কোটি
বিজু জনতা দল (বিজেডি) – ৯৪৪.৫ কোটি
ওয়াইআরএস (কংগ্রেস) – ৪৪২.৮ কোটি
টিডিপি – ১৮১.৩৫ কোটি

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version