Saturday, November 8, 2025

ফের বাইডেনের দেশে খুন ভারতীয় পড়ুয়া! জঙ্গলের ভিতর থেকে উদ্ধার দেহ, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

সময় যত গড়াচ্ছে আমেরিকায় ভারতীয়দের (Indian Student) মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে। ফের জো বাইডেনের (Joe Biden) দেশে এক ভারতীয় পড়ুয়ার দেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, মৃত ওই পড়ুয়ার নাম পারুচুরি অভিজিৎ (Paruchuri Avijit) (২০)। আমেরিকার এক জঙ্গলে গাড়ির ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ঠিক কী কারণে তাঁকে খুন করা হল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সূত্রের খবর, সম্প্রতি আমেরিকার বস্টন বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন অন্ধ্রপ্রদেশের গুন্টুরের বাসিন্দা অভিজিৎ। এদিকে ছেলের মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্ধ অভিজিতের পরিবার। তাঁর বাবা পারুচুরি চক্রধর জানিয়েছেন, ছেলে বিদেশে লেখাপড়া করতে গেলেও একেবারেই সায় ছিল না মায়ের। তবে শেষমেশ সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেই ওই পড়ুয়াকে বিদেশে পাথাতে রাজি হয় পরিবার। কিন্তু আচমকা ছেলের এমন পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার পরিবারে। তবে অভিজিতের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও পুলিশের প্রাথমিক অনুমান, পড়ুয়ার থেকে টাকা ও ল্যাপটপ ছিনিয়ে নেওয়ার কারণেই তাঁকে খুন করতে পারে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। পাশাপাশি কলেজের কারও সঙ্গে টাকাপয়সা নিয়ে কোনও সমস্যা হয়েছিল কী না তাও খতিয়ে দেখার কাজ শুরু করেছেন তদন্তকারীরা।

ইতিমধ্যে অভিজিতের দেহ ভারতে পাঠানোর তোড়জোড় শুরু করেছে আমেরিকা প্রশাসন। তবে এমন কাণ্ড এই প্রথম নয়, বিগত কয়েক মাসে কমপক্ষে ৮ ভারতীয় পড়ুয়াকে খুন করার অভিযোগ সামনে এসেছে। সম্প্রতি অমরনাথ ঘোষ নামে ওয়াশিংটনে এক ভারতীয় নৃত্যশিল্পীকে খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তারমধ্যেই অন্ধ্র প্রদেশের অভিজিতের মৃত্যুর ঘটনায় সরগরম আমেরিকা।

 

Related articles

Exclusive: শুধু সংসারের নয়, গাড়ির স্টিয়ারিং হাতে নিন নারী: বার্তা কলকাতার মহিলা ক্যাব চালকের

জয়িতা মৌলিক গাড়ির স্টিয়ারিং-এ মহিলা। মহানগরীর রাজপথে একেবারেই বিরল নয়। তবে, সেই গাড়ি যদি হয় WB05-8198 নম্বরের অ্যাপ ক্যাব?...

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...
Exit mobile version