শতাধিক ট্রেন বাতিল! আজ দিনভর রেল যন্ত্রণায় শিয়ালদহ শাখার যাত্রীরা 

টানা ৫২ ঘণ্টা ট্রেন দুর্ভোগের কথা জানিয়েছিল পূর্ব রেল (Eastern Railway)। আশঙ্কা সত্যি হয়েছে শনিতেই। ঘণ্টার পর ঘন্টা স্টেশনে দাঁড়িয়ে থেকে নাকাল হতে হয়েছে নিত্য যাত্রীদের। আজও সেই একই ছবি ফিরবে শিয়ালদহ শাখায় (Sealdah Division)। রেল সূত্রে খবর রবিবার সারাদিনে মোট ১০৩টি ট্রেন বাতিল করা হয়েছে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের সাব-অর্ডিনেট ফুড সাপ্লাইস সার্ভিসে সাব-ইনস্পেক্টর (গ্রেড-থ্রি) নিয়োগের পরীক্ষার দিনে দুর্ভোগে পড়তে চলেছেন পরীক্ষার্থীরা।

এক নজরে দেখে নিন আজকের বাতিল ট্রেনের তালিকা:

শিয়ালদহ-হাসনাবাদ শাখা-

১) আপ ৩৩৫১৩ – সকাল ৬:১২ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে।

২) আপ ৩৩৫২৭- দুপুর ২:৫৪ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে।

৩) ডাউন ৩৩৫৩৪-বিকেল ৫:৫২ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়ে।

৪) ডাউন ৩৩৫২৬- দুপুর ১: ১৫ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়ে।

শিয়ালদহ-হাবড়া শাখা

১) আপ ৩৩৬৫১-ভোর ৪:৫৫ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে।

২) আপ ৩৩৬৫৫-সকাল ১১:২০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে।

৩) ডাউন ৩৩৬৫২- সকাল ৬:৩৭ মিনিটে হাবড়া থেকে ছাড়ে।

৪) ডাউন ৩৩৬৫৬-বেলা ১২:৪৭ মিনিটে হাবড়া থেকে ছাড়ে।

শিয়ালদহ-ডানকুনি শাখা

১) আপ ৩২২১১- ভোর ৪:০৭ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে।

২) আপ ৩২২১৫- সকাল ৫:৪২ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে।

৩) আপ ৩২২১৭- সকাল ৬:০৫ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে।

৪) আপ ৩২২১৯- সকাল ৬:৪৫ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে।

৫) আপ ৩২২২৩- সকাল ৮:২৪ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে।

৬) আপ ৩২২২৭- সকাল ৯:৫২ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে।

৭) আপ ৩২২৩১-বেলা ১০:৫২ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে।

৮) আপ ৩২২৩৫- দুপুর ১:২৫ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে।

৯) আপ ৩২২৩৯- বিকেল ৪:০৭ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে।

১০) আপ ৩২২৪৩- সন্ধ্যা ৬:০৮ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে।

১১) আপ ৩২২৪৭-রাত ৯:৩৪ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে।

১২) ডাউন ৩২২১২- ভোর ৫:০৫ মিনিটে ডানকুনি থেকে ছাড়ে।

১৩) ডাউন ৩২২১৬-ভোর ৬:৩৫ মিনিটে ডানকুনি থেকে ছাড়ে।

১৪) ডাউন ৩২২১৮- সকাল ৭:০২ মিনিটে ডানকুনি থেকে ছাড়ে।

১৫) ডাউন ৩২২২০- সকাল ৭:৪৫ মিনিটে ডানকুনি থেকে ছাড়ে।

১৬) ডাউন ৩২২২৪- সকাল ৯:৫০ মিনিটে ডানকুনি থেকে ছাড়ে।

১৭) ডাউন ৩২২২৮- সকাল ১১:০৩ মিনিটে ডানকুনি থেকে ছাড়ে।

১৮) ডাউন ৩২২৩২-সকাল ১১:৫৫ মিনিটে ডানকুনি থেকে ছাড়ে।

১৯) ডাউন ৩২২৩৬- দুপুর ২:২২ মিনিটে ডানকুনি থেকে ছাড়ে।

২০) ডাউন ৩২২৩৮-বিকেল ৪:২৫ মিনিটে ডানকুনি থেকে ছাড়ে।

২১) ডাউন ৩২২৪০-বিকেল ৫:১০ মিনিটে ডানকুনি থেকে ছাড়ে।

২২) ডাউন ৩২২৪৬- সন্ধ্যা ৭:১৫ মিনিটে ডানকুনি থেকে ছাড়ে।

শিয়ালদহ-বনগাঁ শাখা

১) আপ ৩৩৮৪৩- বিকেল ৫:১১ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে।

২) ডাউন ৩৩৮৫৪-রাত ৮: ৪০ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

শিয়ালদহ-কাটোয়া শাখা

১) আপ ৩১১১১-সকাল ৮:০৬ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে।

২) ডাউন ৩১১১২- দুপুর ৩:৫৫ মিনিটে কাটোয়া থেকে ছাড়ে।

শিয়ালদহ-বজবজ শাখা

১) আপ ৩৪১১৭-সকাল ৮:০৮ মিনিটে বজবজ থেকে ছাড়ে।

২) আপ ৩৪১৫৭-রাত ৮:৫৫ মিনিটে বজবজ থেকে ছাড়ে।

দমদম জংশন-বারাকপুর শাখা

১) আপ ৩৩২৩১- সন্ধ্যা ৬:১৭ মিনিটে বারাকপুর থেকে ছাড়ে।

২) ডাউন ৩৩২৩২- সন্ধ্যা ৬:৫২ মিনিটে বারাকপুর থেকে ছাড়ে।

এছাড়াও শিয়ালদহ নৈহাটি শাখায় আপ ও ডাউন মিলিয়ে ২২টি ট্রেন বাতিল থাকবে। মাঝেরহাট, মধ্যমগ্রাম, দত্তপুকুর রুটেও একাধিক ট্রেন বাতিল থাকছে।

Previous articleBreakfast news : ব্রেকফাস্ট নিউজ
Next articleচৈত্রে অকালবৈশাখী, আজও কি বৃষ্টি ভিজবে বাংলা!