চৈত্রে অকালবৈশাখী, আজও কি বৃষ্টি ভিজবে বাংলা!

বাংলা বছরের শেষ মাসে কালবৈশাখীর দাপটে গরম কমার সম্ভাবনা কম। বরং চলতি সপ্তাহে তাপমাত্রার গ্রাফ ঊর্ধ্বমুখী হবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

পরপর দুদিন কালবৈশাখী (Thunderstrom), শুক্র ও শনি সন্ধ্যায় ঝড় বৃষ্টির দাপটে লন্ডভন্ড জেলা। আজও কি সেই একই ছবি? হাওয়া অফিসের (Weather Department) রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গে বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ ক্রমাগত ওঠানামা করছে। সকালের দিকে হালকা ঠান্ডা ভাব মিলিয়ে যাচ্ছে বেলা গড়াতেই। দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্যাপসা গরম। তবে সন্ধ্যা থেকেই আচমকা বদলে যাচ্ছে আবহাওয়া। আপাতত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ বৃষ্টির কারণে কমলা সর্তকতা (Orange Alert) জারি করল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। বুধবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে।

হাওয়া অফিসের কর্তারা বলছেন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণের বিভিন্ন জেলাতে। বৃষ্টি হবে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। শনিবার ঘণ্টাখানেকের ঝড় বৃষ্টিতে জেলায় জেলায় গাছ পড়েছে, কোথাও কোথাও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। সন্ধ্যা সাড়ে ৭ টার পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তুমুল বৃষ্টি হয়েছে। যার জেরে রাতের তাপমাত্রা কিছুটা হলেও কমেছে। আজও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানা যাচ্ছে। উত্তরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বাংলা বছরের শেষ মাসে কালবৈশাখীর দাপটে গরম কমার সম্ভাবনা কম। বরং চলতি সপ্তাহে তাপমাত্রার গ্রাফ ঊর্ধ্বমুখী হবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Previous articleশতাধিক ট্রেন বাতিল! আজ দিনভর রেল যন্ত্রণায় শিয়ালদহ শাখার যাত্রীরা 
Next article৪০ ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযান, জলদস্যুদের থেকে পণ্যবাহী জাহাজ উদ্ধার নৌসেনার