৪০ ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযান, জলদস্যুদের থেকে পণ্যবাহী জাহাজ উদ্ধার নৌসেনার

দেড় দিন ধরে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে গ্রেফতার ৩৫ জন সোমালি জলদস্যু। পাশাপাশি জাহাজ কর্মীসহ মাল্টার পণ্যবাহী জাহাজও উদ্ধার করেছে ভারতীয় নৌসেনা (Indian Navy)।

মাল্টার পণ্যবাহী জাহাজ এমভি রুয়েনকে শুক্রবার থেকেই উদ্ধার করার চেষ্টা করছিল ভারতীয় সেনা। অপহৃত ওই জাহাজটির পিছু ধাওয়া করে নৌসেনার আইএনএস কলকাতা। প্রায় ৪০ ঘণ্টা ধরে চলে রুদ্ধশ্বাস অপারেশন। আকাশ পথে হেলিকপ্টারেও নজরদারি চালানো হয়। জলদস্যুরা একনাগাড়ে জাহাজ ও কপ্টারে গুলি করতে থাকে। আইএনএস কলকাতার সঙ্গে এই অভিযানে যোগ দেয় রণতরী আইএনএস সুভদ্রা (INS Subhadra)। অবশেষে উদ্ধার হয় পণ্যবাহী জাহাজ।এমভি রুয়েনের সমস্ত কর্মীকেও অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে পেরেছেন ভারতীয় নৌসেনা।

Previous articleচৈত্রে অকালবৈশাখী, আজও কি বৃষ্টি ভিজবে বাংলা!
Next articleভোট ঘোষণা হতেই রাজ্য পুলিশের ছুটি বাতিল!