Saturday, May 3, 2025

ব্রিগেডের ঐতিহাসিক সমাবেশ থেকে লোকসভা নির্বাচনে ৪২টি আসনেই প্রার্থী ঘোষণা করেছিল তৃণমূল (TMC)। তার পর থেকেই লাগাতার প্রচারে ঝড় তুলছেন জোড়াফুলের প্রার্থীরা। কিন্তু প্রার্থী জটে জেরবার বাংলার বিরোধীদলগুলি। বিজেপি (BJP) ২০টি ও বামেরা এখন পর্যন্ত ১৭টি আসনে প্রার্থী দিয়েছে। কংগ্রেস (Congress) এখনও প্রার্থী তালিকাই ঘোষণা করতে পারেননি। বাদ রয়েছে দিলীপ ঘোষ (Dilip Ghosh), অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhuri) মতো হেভিওয়েট নেতাদের কেন্দ্র ঘোষণা। নওশাদ সিদ্দিকির বায়না নিয়ে নাজেহাল সিপিএম। সব মিলিয়ে লোকসভা নির্বাচনে আসন পাওয়ার স্বপ্ন দেখার আগে প্রার্থী দিতেই কালঘাম ছুটছে রাম-বাম-কংগ্রেসের।

ব্রিগেডে নাম ঘোষণার পরে প্রার্থীদের নিয়ে ব়্যাম্পে হেঁটেছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করতে হিমশিম খাচ্ছে বিরোধীরা। মোটে ২০ জনের নাম ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে ভোজপুরী গায়ক পবন সিং নিজেই সরে দাঁড়িয়েছেন। দ্বিতীয় প্রার্থী তালিকা কবে প্রকাশ হবে, তার কোনও উত্তর নেই পদ্মশিবিরের কাছে। এর মধ্যে শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari) এবং সুকান্ত মজুমদারকে দিল্লিতে জরুরি তলব করা হয়েছে। সূত্রের খবর, রবিবার রাতেই দিল্লি (Delhi) যাচ্ছেন শুভেন্দু। সোমবার যাবেন রাজ্য বিজেপি সভাপতি। সেদিনই অমিত শাহ এবং জে পি নাড্ডার সঙ্গে বৈঠকে বসার কথা তাঁদের। যে দিলীপ ঘোষ গতবার লোকসভা নির্বাচনে বিজেপির কাণ্ডারি, তাঁর কেন্দ্রই এখনও ঘোষণা করতে পারেনি গেরুয়া শিবির। ঢাকঢোল পিটিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাপস রায়দের দলে নিলেও তাঁদের কোন আসনে প্রার্থী করা হবে, আদৌ টিকিট দেওয়া হবে কি না- তা নিয়েই এখনও ধোঁয়াশা। গোষ্ঠীদ্বন্দ্বেই এই পরিস্থিতি বলে মত রাজনৈতিক মহলের।

এদিকে ১৭ আসনে প্রার্থী ঘোষণা করেই থেমে গিয়েছে বামেরা। শরিকদের মন রাখতে নাভিশ্বাস উঠছে আলিমুদ্দিনের। তার উপর জুটেছে আইএসএফ। একবার নওশাদ বলছেন, ডায়মন্ড হারবারের লড়ব, একবার বলছেন দল যা বলবে তাই করব। এদিকে আইএসএফ-এর মতো ‘মৌলবাদীর গন্ধ’ থাকা দলের সঙ্গে হাত মেলাতে রাজি নয় ফ্রন্ট শরিকরা। কংগ্রেসও প্রথম থেকেই ISF-কে পছন্দ করে না। এই পরিস্থিতিতে এখন আলিমুদ্দিনের “শ্যাম রাখি না কুল রাখি” অবস্থা। কোন আসনে তারা প্রার্থী দেবে, আর কাদের ছাড়বে ভেবে কুল পাচ্ছেন না পাকামাথার সিপিএম নেতৃত্ব।

প্রদেশ কংগ্রেসের অবস্থা আরও সঙ্গিন। এখনও পর্যন্ত বাংলার একটি কেন্দ্রেও প্রার্থী ঘোষণা করতে পারেনি তারা। অথচ সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসের দুটি প্রার্থী তালিকা প্রকাশ পেয়েছে। এদিকে বিধানভবনে একের পর এক বৈঠক হয়ে চলেছে, কিন্তু প্রার্থী তালিকা আর দিনের আলোর মুখে দেখছে না। এই যদি প্রার্থী ঘোষণার হাল হয়, তাহলে ভোটের ময়দানে বাংলার শাসকদলকে কী চ্যালেঞ্জ ছুড়বে বিরোধীরা! এখন এটাই প্রশ্ন।




Related articles

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...
Exit mobile version