রক্তের সম্পর্কে তাঁরা একে অন্যের কেউ নন, তবে ভালবাসার সম্পর্কে মুসলিম বাবা আরশাদের তাঁর হিন্দু মেয়ে হলেন রাজকুমারী সুন্দরীবালা। একাত্তরের গণহত্যায় বেঁচে যাওয়া ছোট্ট শিশুর ধর্ম বা জাত নিয়ে বিশেষ কোনও মাথাব্যথা ছিল না গ্রামের এক সাধারণ কৃষক আরশাদ আলি মোড়লের। হত্যাযজ্ঞের একদিন পর লাশের স্তূপের মাঝে নিজের বাবার মৃতদেহ খুঁজতে এসেছিলেন। স্পন্দনহীন সারিসারি প্রাণের মাঝে শিশুর কান্না শুনে থমকে যান। বাবাকে খুঁজে পাননি আরশাদ, কিন্তু কন্যা সন্তানকে ঘরে নিয়ে গেলেন বিনা দ্বিধায়।