Thursday, August 21, 2025

মুসলিম বাবার হিন্দু কন্যা, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য গল্প আরশাদ – রাজকুমারীর

Date:

রক্তের সম্পর্কে তাঁরা একে অন্যের কেউ নন, তবে ভালবাসার সম্পর্কে মুসলিম বাবা আরশাদের তাঁর হিন্দু মেয়ে হলেন রাজকুমারী সুন্দরীবালা। একাত্তরের গণহত্যায় বেঁচে যাওয়া ছোট্ট শিশুর ধর্ম বা জাত নিয়ে বিশেষ কোনও মাথাব্যথা ছিল না গ্রামের এক সাধারণ কৃষক আরশাদ আলি মোড়লের। হত্যাযজ্ঞের একদিন পর লাশের স্তূপের মাঝে নিজের বাবার মৃতদেহ খুঁজতে এসেছিলেন। স্পন্দনহীন সারিসারি প্রাণের মাঝে শিশুর কান্না শুনে থমকে যান। বাবাকে খুঁজে পাননি আরশাদ, কিন্তু কন্যা সন্তানকে ঘরে নিয়ে গেলেন বিনা দ্বিধায়।

বিশ্বজুড়ে যখন সাম্প্রদায়িক অস্থিরতার জেরে একের পর এক প্রাণ চলে যাচ্ছে, ঠিক তখনই খুলনা জেলার চুকনগর গ্রামের ভদ্রা নদীর পাড় সংলগ্ন এলাকার ছোট্ট একটা ঘটনা ভিজিয়ে দেয় চোখ, নাড়িয়ে দেয় সবার মন। সময়টা ১৯৭১ সালের ২০ মে। মুক্তিযুদ্ধের সবচেয়ে বর্বরতম গণহত্যা সংঘটিত হয়েছিল এইস্থানে। নির্বিচারে একসঙ্গে ১০ হাজার নর-নারী ও শিশুকে সেদিন হত্যা করেছিল পাকিস্তান। আর তখনই ছ’মাসের রাজকুমারীকে খুঁজে পেয়েছিলেন আরশাদ। শিশুটি যে মহিলার বুকের কাছে হামাগুড়ি দিচ্ছিল তাঁর মৃতদেহের উপরে জ্বলজ্বল করছিল লাল সিঁদুর। আরশাদ বুঝেছিলেন এ কন্যাসন্তান হিন্দু ঘরের। তাইতো সনাতন ধর্মের কথা মাথায় রেখে মেয়েটির নাম রাখেন রাজকুমারী সুন্দরীবালা। এক ছাদের তলায় গীতা পাঠ আর আজান গড়ে তুলল অপত্য স্নেহের সম্পর্ক। মানুষের সঙ্গে মানবতার এক অমর গাঁথা সৃষ্টি হল। রাজকুমারী বড় হওয়ার পর হিন্দু রীতি মেনেই তাঁকে পাত্রস্থ করেন আরশাদ। সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে ভালবাসার মিশেলে এমন এক বাস্তব গল্প তৈরি করলেন দুই ভিন্নধর্মী বাবা-মেয়ে যা সত্যিই শেখার মতো।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version