Sunday, November 2, 2025

বিকেলের পরেই কলকাতায় মুষলধারে বৃষ্টি! কমলা সতর্কতা জারি হাওয়া অফিসের

Date:

মিলে গেল পূর্বাভাস! সোমবার থেকেই কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি। তবে বেলা যত গড়াবে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই জানাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। সোমবার হাওয়া অফিস জানিয়েছে এদিন বৃষ্টির পাশাপাশি বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও। পাশাপাশি বৃষ্টির কারণে ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর। সোমবার কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যদিকে এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে বলে খবর। তবে এদিন সকাল থেকেই আকাশের মুখভার। বেলা বাড়তে কলকাতা সহ একাধিক জায়গায় বৃষ্টি (Rain) শুরু হলেও হাওয়া অফিস সাফ জানিয়েছে, সোমবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কলকাতায় শুরু হবে মুষলধারে বৃষ্টি।

বর্তমানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। সেই কারণেই চৈত্রের শুরুতে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি এদিন হাওয়া অফিস সাফ জানিয়েছ সোমবার থেকে সারা দক্ষিণবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলবে। তারপর ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে। সোমবার কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাও। তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে, সোমবার উত্তরবঙ্গে বৃষ্টি না হলেও মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Related articles

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে...
Exit mobile version