Saturday, August 23, 2025

আর জেলের বাইরে ‘না’! জামিনের আর্জি খারিজ করে সত্যেন্দ্রকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

আর বাইরে থাকা যাবে না! ফের দিল্লির (Delhi) প্রাক্তন মন্ত্রী তথা আম আদমি পার্টির(Aam Aadmi Party) নেতা সত্যেন্দ্র জৈনকে (Satyendra Jain) জেলে ফেরার নির্দেশ সুপ্রিম কোর্টের(Supreme Court of India)। সোমবার আপ নেতার জামিনের আবেদন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট সাফ জানায় অবিলম্বে সত্যেন্দ্রকে আত্মসমর্পণ (Surrender) করতে হবে। তবে তিনি এদিন বেআইনিভাবে জমি কেনাবেচা মামলায় দুই অভিযুক্ত অঙ্কুশ জৈন এবং বৈভব জৈনেরও জামিনেরও আবেদন এদিন খারিজ করেছে সুপ্রিম কোর্ট।

২০২২ সালের মে মাসে টাকা নয়ছয়ের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেফতার হয়েছিলেন সত্যেন্দ্র। দিল্লির প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, বেআইনি টাকায় জমি কিনেছিলেন তিনি। যদিও সত্যেন্দ্র সেই অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করেছেন। তবে জেলে যাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়ছিলেন সত্যেন্দ্র। এরইমধ্যে তিহার জেলের শৌচালয়ে পড়েও যান দিল্লির প্রাক্তন স্বাস্থ্য এবং কারামন্ত্রী। তারপরই গত বছরের মে মাসে অন্তর্বর্তী জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে আসেন আপ নেতা। তারপর থেকে তাঁর চিকিৎসা চলছে বলেই আদালতে জানান সত্যেন্দ্রের আইনজীবী।

এর আগেও একাধিক বার সত্যেন্দ্রের অন্তর্বর্তীকালীন জামিনের সময়সীমা বৃদ্ধি করা হলেও সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি পঙ্কজ মিথালের বেঞ্চ সাফ জানিয়ে দেয় সত্যেন্দ্রকে খুব শীঘ্রই আত্মসমর্পণ করতে হবে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version