Saturday, August 23, 2025

বঙ্গে বিজেপির ১০ প্রার্থীর বিরুদ্ধে ভুরি ভুরি “ক্রি.মিনাল” রেকর্ড! শীর্ষে লকেট-নিশীথ-শান্তনু

Date:

এখনও পর্যন্ত বাংলায় ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। তাঁদের মধ্যে এমন ১০ জন প্রার্থী রয়েছেন, যাঁদের বিরুদ্ধে ভুরি ভুরি ফৌজদারি মামলা রয়েছে। অর্থাৎ, আইনি ভাষায় তাঁরা কেউ ‘অভিযুক্ত’ আবার কেউ ‘আসামি’! বিজেপির সেই প্রার্থীদের নাম তুলে তৃণমূল দাবি করেছে, ২৩৮টি মামলা রয়েছে এঁদের বিরুদ্ধে।

তৃণমূলের পক্ষ থেকে দাবি হয়েছে, ৫০ শতাংশ বিজেপি প্রার্থীর ক্রিমিনাল রেকর্ড রয়েছে। তালিকার শীর্ষে রয়েছেন হুগলির বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। ৫৯টি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহার কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নামে অভিযোগ ৪৪টি। নিথীথের ডাকাতি, রাহাজানি, খুনের মামলাও রয়েছে। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে রয়েছে ৩৮টি অভিযোগ।

লোকসভা ভোট ঘোষণার দিনই জাতীয় নির্বাচন কমিশন এবার কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, প্রার্থীদের নামে যা ফৌজদারি অভিযোগ রয়েছে, সবটাই সংবাদমাধ্যমে অন্তত তিনবার বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে। একইসঙ্গে ক্রিমিনাল রেকর্ড থাকা সত্ত্বেও কেন সেই ব্যক্তিকে প্রার্থী করা হল, তার পক্ষে যুক্তিযুক্ত কারণ দেখাতে হবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে।

তৃণমূলের তালিকায় দেখানো হয়েছে, আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার বিরুদ্ধে রয়েছে ১৮টি অভিযোগ। মুর্শিদাবাদের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের বিরুদ্ধে ২৩টি, মালদহ উত্তরের খগেন মুর্মুর নামে ১৬, ঘাটালের হিরণ চট্টোপাধ্যায় চারটি, বিষ্ণুপুর কেন্দ্রে সৌমিত্র খানের বিরুদ্ধে ২২টি, পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাতোর ১৩টি, মালদহ দক্ষিণ কেন্দ্রের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর নামে আছে একটি অভিযোগ। বিজেপি নেতাদের বিরুদ্ধে এই অভিযোগ আগের হলফনামার সূত্রে পাওয়া গিয়েছে বলে দাবি তৃণমূলের।

আরও পড়ুন- “আপনার অপদার্থতার জন্য চোর বদনাম শুনতে হচ্ছে”, পুর ইঞ্জিনিয়ারকে ভ.র্ৎসনা মেয়রের

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...
Exit mobile version