Sunday, May 4, 2025

বঙ্গে বিজেপির ১০ প্রার্থীর বিরুদ্ধে ভুরি ভুরি “ক্রি.মিনাল” রেকর্ড! শীর্ষে লকেট-নিশীথ-শান্তনু

Date:

এখনও পর্যন্ত বাংলায় ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। তাঁদের মধ্যে এমন ১০ জন প্রার্থী রয়েছেন, যাঁদের বিরুদ্ধে ভুরি ভুরি ফৌজদারি মামলা রয়েছে। অর্থাৎ, আইনি ভাষায় তাঁরা কেউ ‘অভিযুক্ত’ আবার কেউ ‘আসামি’! বিজেপির সেই প্রার্থীদের নাম তুলে তৃণমূল দাবি করেছে, ২৩৮টি মামলা রয়েছে এঁদের বিরুদ্ধে।

তৃণমূলের পক্ষ থেকে দাবি হয়েছে, ৫০ শতাংশ বিজেপি প্রার্থীর ক্রিমিনাল রেকর্ড রয়েছে। তালিকার শীর্ষে রয়েছেন হুগলির বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। ৫৯টি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহার কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নামে অভিযোগ ৪৪টি। নিথীথের ডাকাতি, রাহাজানি, খুনের মামলাও রয়েছে। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে রয়েছে ৩৮টি অভিযোগ।

লোকসভা ভোট ঘোষণার দিনই জাতীয় নির্বাচন কমিশন এবার কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, প্রার্থীদের নামে যা ফৌজদারি অভিযোগ রয়েছে, সবটাই সংবাদমাধ্যমে অন্তত তিনবার বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে। একইসঙ্গে ক্রিমিনাল রেকর্ড থাকা সত্ত্বেও কেন সেই ব্যক্তিকে প্রার্থী করা হল, তার পক্ষে যুক্তিযুক্ত কারণ দেখাতে হবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে।

তৃণমূলের তালিকায় দেখানো হয়েছে, আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার বিরুদ্ধে রয়েছে ১৮টি অভিযোগ। মুর্শিদাবাদের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের বিরুদ্ধে ২৩টি, মালদহ উত্তরের খগেন মুর্মুর নামে ১৬, ঘাটালের হিরণ চট্টোপাধ্যায় চারটি, বিষ্ণুপুর কেন্দ্রে সৌমিত্র খানের বিরুদ্ধে ২২টি, পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাতোর ১৩টি, মালদহ দক্ষিণ কেন্দ্রের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর নামে আছে একটি অভিযোগ। বিজেপি নেতাদের বিরুদ্ধে এই অভিযোগ আগের হলফনামার সূত্রে পাওয়া গিয়েছে বলে দাবি তৃণমূলের।

আরও পড়ুন- “আপনার অপদার্থতার জন্য চোর বদনাম শুনতে হচ্ছে”, পুর ইঞ্জিনিয়ারকে ভ.র্ৎসনা মেয়রের

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version