Friday, November 14, 2025

সুপ্ত ক্ষমতার বৃহত্তর প্রভাব, আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে CCC

Date:

ঘরে বাইরে আজ মহিলা ক্ষমতায়নের নিদর্শন। বাড়ির গৃহবধূ একাধারে ব্যবসায়ে পারদর্শী আবার অন্যদিকে এক মহিলা আরেক প্রতিবেশী মহিলার অনুপ্রেরণাও বটে। আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে (International Womens Day Celebration) ক্যালকাটা চেম্বার অফ কমার্স এবং ক্যালকাটা চেম্বার অফ কমার্স লেডিস ফোরামের তরফে কলকাতার পার্ক হোটেলে আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান। নারী শক্তির প্রতিষ্ঠা, ক্ষমতায়ন এবং সাফল্যকে কুর্নিশ জানিয়ে বিভিন্ন প্রান্তের কৃতি এবং সফল মহিলাদের সম্মান জানালো CCC এবং CCCLF। অভিনব ছিল অনুষ্ঠানের প্রারম্ভিক নাট্য উপস্থাপনা। সফল মহিলার নেপথ্যে লুকিয়ে চেনা গল্পের বাইরের ছবিটা এক দারুণ সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে এদিন তুলে ধরা হলো সবার সামনে।

পার্ক হোটেলে এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অধ্যাপিকা ডক্টর শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, শিক্ষিকা কান্তা চক্রবর্তী, টোটো ড্রাইভার ডলি গুরুং, বীরভূমের কাঁথা এমব্রয়ডারি শিল্পী তাজকিরা বেগম, স্বপ্নপূরণ সুন্দরবনস – এর প্রতিষ্ঠাতা এবং সচিব শতরূপা মজুমদারকে সম্মানিত করা হয়। কোনও সমাজ বিকশিত হতে পারে না যদি না মহিলারা উন্নয়নের কান্ডারী হয়ে ওঠেন। বিদ্যাসাগর থেকে স্বামী বিবেকানন্দ প্রত্যেকেই নারী শক্তির প্রতিষ্ঠা এবং যথাযোগ্য সম্মানের দাবি জানিয়ে এসেছেন। আজ সময় পাল্টেছে তাই সমাজ বুঝেছে যে মহিলারাই এ যুগের চালিকাশক্তি। হরিশংকর হালওয়াসিয়া (CCC President) এবং মঞ্জুলা জৈন (CCCLF President) সেই কথাকেই যেন ফের প্রমাণ করলেন।

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় জানান সকলেই পড়া শেষে চাকরি খোঁজেন। কিন্তু ‘চাকরি করতে চাই ‘- এই কথাটার পাশাপাশি চাকরি দেওয়ার সুযোগ গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা হওয়ার পাশাপাশি সামাজিক উন্নয়নে গত ৯ বছর ধরে টানা কাজ করে চলেছেন তিনি। শিক্ষিকা কান্তা চক্রবর্তী দমদম প্ল্যাটফর্মে প্লাস্টিক বিছিয়ে, স্টেশনে ভিক্ষা করা শিশুদের পড়াশোনা করানোর ব্রতে নিজেকে নিয়োজিত করেছেন। সেই শিশুদের অনেকেই আজ বড় হয়ে অ্যাকাডেমিক এবং খেলাধূলার জগতে সবার নাম উজ্জ্বল করেছে। মহিলা মানে পিছিয়ে থাকা নয়, টোটো চালিয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছেন ডলি গুরুং।

বীরভূমের নানুর থেকে এসেছেন তাজকিরা বেগম। পুরনো ছিঁড়ে যাওয়া কাপড় থেকে একটা সূঁচ আর সুতো দিয়ে কাঁথা তৈরিতে বিপ্লব এনেছেন তিনি। রাজ্যের সেল্ফ-হেল্প গ্রুপের সহায়তায় শুধু যে নিজে কাজ করছেন তা নয়, ৩৫০ মহিলাকে কাজ দিয়েছেন তিনি। বিদেশের ৫ জায়গায় নিজের কাজ নিয়ে পৌঁছে গেছেন তিনি।

সবশেষে বক্তব্য রাখেন শতরূপা মজুমদার। সুন্দরবন ঘুরতে অনেকেই যান কিন্তু শতরূপা সেখানে গিয়ে তৈরি করে ফেলেছেন ইংরেজি মিডিয়াম স্কুল। ৮৫০০ পড়ুয়া রয়েছেন তাঁর স্কুলে। মধু বিক্রেতা, কাঠুরে পরিবারের সন্তানরা আজ স্কুলে গিয়ে স্বপ্ন গড়ছেন, লক্ষ্যে এগিয়ে চলেছেন। এই মহিলাদের লড়াইটা, ইচ্ছেশক্তির গল্পটাকে এক কথায় বলতে গেলে, এটাই সুপ্ত ক্ষমতার বৃহত্তর প্রভাব। তাই সম্মান জানালো ক্যালকাটা চেম্বার অফ কমার্স এবং ক্যালকাটা চেম্বার অফ কমার্স লেডিস ফোরাম।

Related articles

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...
Exit mobile version