Friday, August 22, 2025

“তৃণমূলে ছিলাম, আছি, থাকবো! চক্রান্তকারীদের মুখোশ খুলে যাবে”, কড়া বার্তা মলয় ঘটকের

Date:

শিয়রে লোকসভা নির্বাচন (Loksabha Election)। রাজ্যের ৪২টি আসনে জোরকদমে প্রচার শুরু করেছে তৃণমূল। তারই মাঝে বর্ষীয়ান তৃণমূল নেতা তথা রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের (Malay Ghatak) এক্স হ্যান্ডেলের পোস্ট। মলয় ঘটকের দাবি, তাঁকে উদ্দেশ্য করে নানা খবর চাউর হচ্ছে। সেগুলি মিথ্যে এবং নোংরা রাজনীতির খেলা। যারা এই মিথ্যাচার করছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুশিয়ারি দিয়েছেন মলয় ঘটক।

সম্প্রতি, রাজ্য–রাজনীতিতে চাউর করে দেওয়া হয়েছিল, মলয় ঘটককে লোকসভা নির্বাচনের আগে ইডি তলব করেছে। আর তাতে তিনি ভয় পেয়ে বিকল্প পথ খুঁজছেন। কয়লা পাচার মামলায় তাঁর নাম জড়িয়ে গিয়েছে। তাই এবার তাঁকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্যের মন্ত্রীকে নোটিশ পাঠানো হয়েছে। যার পর থেকেই তিনি নাকি নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন না। এমন সব কথা কিছু সংবাদমাধ্যম ও নিউজ পোর্টালে ছড়িয়ে পড়েছে বলে দাবি মলয়বাবুর। কিন্তু এইসব তথ্য একেবারেই অসত্য বলে দাবি তাঁর।

বিরক্ত মন্ত্রী।এই খবর মিথ্যা ও কাল্পনিক বলে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি তিনি জানিয়েছেন দলের শীর্ষ নেতৃত্বকে। বুধবার এক্স হ্যান্ডেলে কড়া জবাব দিয়েছেন মলয় ঘট। তিনি লেখেন, “আজ সকাল থেকে কিছু নিউজ পোর্টাল মিথ্যা ও কাল্পনিক খবর ছাপিয়ে আমার চরিত্র হননের চেষ্টা করছে। আমি তাদের আইনি নোটিশ দিয়েছি এবং মামলাও করবো। যাঁরা এই ঘৃণ্য চক্রান্তের পিছনে আছেন তাঁদের মুখোশ অচিরেই খুলে যাবে। আমি তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী ছিলাম, আছি ও থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী ছিলেন, আছেন ও আজীবন থাকবেন। মা–মাটি–মানুষ জিন্দাবাদ।”

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version