Thursday, December 18, 2025

“অতীতের অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত”! দিনহাটায় রাজ্যপালের ‘তদারকি’ প্রসঙ্গে পাল্টা উদয়ন

Date:

Share post:

লোকসভা নির্বাচনে (Loksabha Election) একেবারে ‘গ্রাউন্ড জিরো’ (Ground Zero) থেকে তদারকি করবেন বলে জানিয়েছিলেন। আর নিজের কথা রাখতেই এবার অশান্ত দিনহাটাকে (Dinhata) ‘শান্ত’ করার লক্ষ্যে অবিচল রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Anand Bose)। বুধবার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে দিনহাটা যাচ্ছেন রাজ্যপাল। দুপুর সাড়ে ১২ টার বিমানে তিনি দিনহাটার উদ্দেশে রওনা হবেন বলে রাজভবন সূত্রের খবর। দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নেমে বিকেলেই তিনি পৌঁছে যাবেন দিনহাটায়। এদিন দিনহাটা পরিদর্শনের পর রাতে কোচবিহারে থাকবেন রাজ্যপাল, রাজভবন সূত্রে এমনটাই খবর। লোকসভা নির্বাচনের আগে মঙ্গলবার রাতে দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) প্ররোচনায় রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে দিনহাটা। নিশীথ ও তাঁর সমর্থকদের আঘাতে আক্রান্ত হন দিনহাটার এসডিপিও ধীমান মিত্র ও দিনহাটা থানার দুই পুলিশ। এছাড়াও তৃণমূল কংগ্রেসের প্রায় দশ জন কর্মী আহত হন বলে অভিযোগ। এমনকি নিজের কনভয় থেকে নেমে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের দিকে নিশীথ প্রামাণিক তেড়েও যান বলে অভিযোগ। এদিকে ঘটনাকে কেন্দ্র করে অশান্ত দিনহাটায় বুধবার ২৪ ঘণ্টা বনধের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)।

যদিও ঘটনার বিস্তারিত রিপোর্ট মঙ্গলবার রাতেই চেয়ে পাঠিয়েছে রাজভবন। আর বুধবার বিকেলে সেই দিনহাটা পরিদর্শনে যাচ্ছেন রাজ্যপাল। তবে রাজ্যপালের ‘তদারকি’ প্রসঙ্গে এদিন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী জানান, অতীতেও এখানে অনেকবারই অনেক রাজ্যপাল এসেছেন। কিন্তু সেই অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত। রাজ্যপাল আসতেই পারেন কিন্তু অনুরোধ করব তিনি যেন বিজেপির নেতাদের কথায় না চলে সাধারণ মানুষের কথার বেশি গুরুত্ব দেন। উদয়ন আরও বলেন, ঘটনার প্রতিবাদে আমরা বনধ ডেকেছি। সাধারণত আমরা বনধ সমর্থন করি না। কিন্তু বিশেষ পরিস্থিতিতে প্রতিবাদ হিসাবে এই বনধ ডাকা হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়েছেন। তবে মঙ্গলবারের গন্ডগোল বিজেপি পরিকল্পনামাফিক করেছে বলেও অভিযোগ উদয়নের। পাশাপাশি তাঁর চ্যালেঞ্জ গন্ডগোলে যদি তাঁর কোনওরকম ভূমিকা রয়েছে বলে দেখতে পান রাজ্যপাল, তাহলে তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেবেন। এদিকে ঘটনার জেরে ইতিমধ্যে নিশীথ প্রামানিক সহ ৫০ জন গেরুয়া সমর্থকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস।

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...