Sunday, May 4, 2025

জাতীয় নির্বাচন কমিশন লোকসভা নির্বাচন ঘোষণার পরেই কার্যত ভোটের তৎপরতা শুরু হয়ে গিয়েছিল। বুধবার জারি হয়ে গেল প্রথম দফার মনোনয়ন পেশের বিজ্ঞপ্তি। এই দফায় বাংলারও তিন কেন্দ্রে নির্বাচন হবে। অথচ রাজ্যের শাসকদল বিরোধীরা এখনও তিনটি কেন্দ্রে প্রার্থীই দিতে পারেনি। ২০২৪ নির্বাচনের আগে গোটা দেশকে ২০৪৭-এর গাল ভরা কথা শোনানো বিজেপিও এখনও সব কেন্দ্রে প্রার্থী দিতে পারল না।

প্রথম দফার নির্বাচন ১৯ এপ্রিল। দেশের ২১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে নির্বাচন প্রথম দফায়। সেই নির্বাচনের বিজ্ঞপ্তি বুধবার জারি করে জাতীয় নির্বাচন কমিশন। বুধবার থেকেই গোটা দেশে মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই দফার মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ২৭ মার্চ। স্ক্রুটিনি ২৮ মার্চ। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ৩০ মার্চ। একমাত্র বিহারে উৎসবের কারণে ২৮ মার্চ পর্যন্ত মনোয়ন জমা দেওয়া যাবে। প্রত্যাহারের শেষদিন ২ এপ্রিল। ১৯ এপ্রিল ভোট হবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, বিজ্ঞপ্তিতে জানালো কমিশন।

এই দফায় বাংলার তিন কেন্দ্র – কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে নির্বাচন। রাজ্যের শাসকদল তৃণমূল ১০ মার্চ ব্রিগেডের মঞ্চ থেকে একসঙ্গে ৪২ আসনের প্রার্থী ঘোষণা করে দেয়। তবে বিজেপির পক্ষ থেকে ঘটা করে ২ মার্চ বিজেপি গোটা দেশে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে। সেই তালিকায় বাংলার ২০টি আসনের প্রার্থীর নাম ছিল। অথচ তারপরে à§§à§® দিন পেরিয়ে গেলেও বাংলার বাকি ২২ আসনের প্রার্থীর নাম এখনও ঘোষণা করে উঠতে পারেনি বিজেপি। এমনকি প্রথম দফায় ভোট হতে চলা কেন্দ্রের মধ্যেও জলপাইগুড়ি আসনে এখনও প্রার্থী দিতে পারেনি তারা। অন্যদিকে বামেরা তাদের প্রার্থী তালিকায় কোচবিহার ও জলপাইগুড়ি আসনের জন্য প্রার্থী দিতে পারেনি তারা। এই আসন কংগ্রেসের জন্য ছেড়ে রাখলেও কংগ্রেস বাংলায় এখনও একটি আসনেও প্রার্থী দেয়নি।

Related articles

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...
Exit mobile version