হাওড়ার একটি বেআইনি নির্মাণের ঘটনায় প্রোমোটারকে ১ কোটি টাকা জরিমানার নির্দেশ দিল আদালত। এরই পাশাপাশি আগামী তিনমাসের মধ্যে ওই আবাসনের বাসিন্দাদের আবাসন খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাি কোর্টের বিচারপতি অমৃতা সিনহা।এমনকী,আবাসনটি ভেঙে ফেলার নির্দেশও দিয়েছেন বিচারপতি।২ এপ্রিল মামলার পরবর্তী শুনানি হবে। তাঁর আগে প্রোমোটারকে আদালতে জরিমানার অর্থ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা।
জানা গিয়েছে, হাওড়ার কালীপ্রসাদ চক্রবর্তী লেনে অনুমোদন ছাড়াই তৈরি হয়েছিল একটি পাঁচতলা আবাসন। শুধু তাই নয় সেই আবাসনটির প্রত্যেকটি ফ্ল্যাট ৩০ থেকে ৪০ লক্ষ টাকা দরে বিক্রি করে দেয় প্রোমোটার। নির্মাণটিকে কেন্দ্র করে মামলা দায়ের হয়। অভিযোগ, মামলা চলাকালীনই একতলা থেকে সেটিকে পাঁচ তলায় রূপান্তরিত করে দেন প্রোমোটার।বুধবার মামলার শুনানিতে গার্ডেনরিচের প্রসঙ্গ উত্থাপন করে বিচারপতি বলেন, ‘আদালত এতদিন নরম ছিল তাই এই ধরনের ঘটনা ঘটেছে। যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তাতে আদালত আর কোন বেআইনি নির্মাণকে রেয়াত করবে না।’
আবাসনের বাসিন্দারা এদিন আদালতের কাছে এক বছর সময় চান। কিন্তু সেই আবেদনও খারিজ করে দিয়েছেন বিচারপতি।এদিন তিনি বলেন, ‘আপনারা নিজেদের প্রশ্ন করুন এখন যদি গোটা বেআইনি নির্মাণটি ভেঙে পড়ে তাহলে আপনাদের কি অবস্থা হবে? আদালত নির্দেশ দেওয়ার আগে নিজেরাই ওই আবাসন ঠিক খালি করে দিন।’