Monday, November 10, 2025

মোদির নামে মহারাষ্ট্র জয় অসম্ভব! রাজের শাহি সাক্ষাতে বিজেপিকে ‘চোর’ কটাক্ষ উদ্ধবের

Date:

নির্বাচনের মুখে এবার বিজেপির বিরুদ্ধে চুরির অভিযোগ আনলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (Shiv Sena) নেতা উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। তাঁর সাফ অভিযোগ, মহারাষ্ট্রে নির্বাচনে (Election) জেতার জন্য তাঁর দাদা রাজ ঠাকরেকে (Raj Thackeray) চুরি করছে বিজেপি (BJP)। মঙ্গলবারই সামনে আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করেছেন এমএনএস প্রধান রাজ ঠাকরে। আর তাতেই বেজায় ক্ষুব্ধ রাজের ছোট ভাই উদ্ধব। এদিকে বিজেপি সঙ্গে দাদা কাছাকাছি আসতেই আক্রমণাত্মক ছোট ভাই উদ্ধব ঠাকরে। শিবসেনার নেতার অভিযোগ, তাঁদের পরিবারকে একেবারে ভেঙে তছনছ করে দিচ্ছে গেরুয়া শিবির।

পাশাপাশি অমিত শাহের সঙ্গে রাজ ঠাকরের সাক্ষাৎ প্রসঙ্গে উদ্ধবের অভিযোগ, প্রথমে বিজেপি বাল ঠাকরের ছবি চুরি করল। আর তাতে কোনও ফারাক না পড়তেই লোকসভা নির্বাচনের আগে আরেক ঠাকরেকে চুরি করার খেলায় মেতেছে কেন্দ্রের মোদি সরকার। এরপরই উদ্ধবের হুঁশিয়ারি, আরেক ঠাকরেকে নিয়ে গেলেও লাভের লাভ কিছুই হবে না বিজেপির। আমি এবং আমার সমর্থকরাই বিজেপির বিরুদ্ধে সোচ্চার হতে যথেষ্ট। তবে এখানেই শেষ নয়, এদিন সরাসরি মোদিকে চ্যালেঞ্জ ছুঁড়ে উদ্ধবের দাবি, আর যাই হোক প্রধানমন্ত্রী মোদির নামে মহারাষ্ট্রে কোনওমতেই জিততে পারবে না বিজেপি। মহারাষ্ট্রের মানুষ শুধুমাত্র ঠাকরের নামে ভোট দেন। সেটা আঁচ করতে পেরেই এই চুরির কাজ শুরু করেছে বিজেপি।

শিবসেনা থেকে আলাদা হয়ে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা তৈরি করেছিলেন রাজ ঠাকরে। এদিকে মঙ্গলবার তাঁর সঙ্গে শাহী সাক্ষাতের পর থেকেই জল্পনার পারদ চড়ছে আসন্ন লোকসভা নির্বাচনে রাজের হাত ধরে মহারাষ্ট্রে ‘অপারেশন লোটাস’-এর পরিকল্পনা গেরুয়া শিবিরের। তবে এসব করেও আখেরে লাভের লাভহ কিছুই হবে না বলে এদিন সাফ জানিয়েছেন উদ্ধব।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version