Thursday, August 21, 2025

নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুত, বৃষ্টি ভেজা রাতে শহরে এলেন আত্মবিশ্বাসী ইউসুফ

Date:

ক্রিকেটের ময়দান থেকে সোজাসুজি রাজনীতির পিচে লড়াই করতে নামছেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান (Yusuf Pathan)। প্রতিপক্ষ কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। লোকসভা নির্বাচনে (Loksabha Election) তৃণমূলের টিকিট পাবার পর বৃহস্পতিবার থেকেই ভোট প্রচারে নামছেন কলকাতা নাইট রাইডার্স-এর (KKR) প্রাক্তন তারকা প্লেয়ার। বৃষ্টি ভেজা বুধের রাতে শহরে এলেন ইউসুফ। দুর্যোগের জেরে তাঁর বিমান নির্ধারিত সময় থেকে অনেকটা দেরিতেই ল্যান্ড করে কলকাতায়। প্রথমে এয়ারপোর্ট, তারপর শহরের এক পাঁচ তারা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউসুফ (Yusuf Pathan) জানান, KKR এর হয়ে খেলার সময় থেকেই কলকাতা তাঁর দ্বিতীয় বাড়ি। ভোট শেষ পাওয়া পর্যন্ত এখানেই থাকবেন তিনি।

রাজনীতির ময়দানে নবাগত ইউসুফ পাঠান লোকসভা ভোটে সাফল্যের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। গত ১০ মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে রীতিমতো চমক দিয়ে ইউসুফের নাম ঘোষণা করে তৃণমূল। তবে ঠিক কবে থেকে প্রচারে নামবেন তিনি, তা নিয়ে বিস্তর জল্পনা চলছিল। এদিন পাঁচতারা হোটেলের লবিতে দাঁড়িয়ে ইউসুফ বলেন, শ্রীলংকা সফর সেরে এই মুহূর্তে পুরোপুরি ভোটের কাজে নিজেকে মেলে ধরতে চান। খেলার মাঠেও লড়াই হতো রাজনীতির ময়দানেও লড়াই হবে। তৃণমূল সূত্রে খবর বৃহস্পতিবার সকালেই কলকাতা থেকে নিজের কেন্দ্রে রওনা দেবেন ইউসুফ। জেলা নেতৃত্বের সঙ্গে পরিচয় পর্ব ও বৈঠকের পরই নেমে পড়বেন প্রচারে। কর্মসূচি রয়েছে তাঁর। বহরমপুরে সাংগঠনিক জেলা সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকারের নেতত্বে বৈঠক করবেন ইউসুফ পাঠান। সেখানেই দলের কাজ বুঝে নেবেন তারকা প্রার্থী। এই বৈঠকেই ঠিক হবে প্রচারের রণকৌশল।

আরও পড়ুন- দিনহাটায় শান্তি ফিরিয়ে আনার বার্তা, আহতদের সঙ্গে সাক্ষাতে রাজ্যপাল

Related articles

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...
Exit mobile version