Tuesday, August 26, 2025

লোকসভা নির্বাচনের আগে সিএএ লাগু করা নিয়ে নিজেদের জেদ বজায় রাখতে গিয়ে ইতিমধ্যেই গোটা দেশের লক্ষ লক্ষ মানুষকে চরম অনিশ্চয়তায় ফেলে দিয়েছে কেন্দ্র সরকার। তার প্রথম ধাপ লক্ষ লক্ষ মানুষের আধার কার্ড বাতিল হওয়া। এবার সেই মামলায় কেন্দ্র সরকারের হলফনামা দাবি করল কলকাতা হাইকোর্ট। ২৪ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন হলফনামা পেশ করার নির্দেশ দেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

জানুয়ারির মাঝামাঝি সময় থেকে দেশের বিভিন্ন অংশের পাশাপাশি রাজ্যের মানুষের আধার কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তরফে নতুন পোর্টাল খুলে যাদের আধার বাতিল হয়েছে তাঁদের নাম নথিভুক্ত করানোর প্রক্রিয়া শুরু করেন। এরপরই কেন্দ্রে মন্ত্রী ও রাজ্যের বিজেপি সাংসদরা তড়িঘড়ি মাঠে নামেন। তাঁরা দাবি করতে থাকেন প্রযুক্তিগত ভুল থেকে আধার কার্ড বাতিল হয়ে যায় মানুষের। যদিও সাধারণ মানুষের হয়রানি ও কেন্দ্র সরকারের ধোঁয়াশার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় জয়েন্ট ফোরাম এগেনস্ট এনআরসি অ্যান্ড এএনআর।

বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে কেন্দ্র সরকারের আইনজীবী বোঝানোর চেষ্টা করেন এই মামলা ভিত্তিহীন। কারণ এই প্রক্রিয়া শুধু বিদেশি নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য। মামলাকারী সংগঠনের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়, যাঁদের আধার বাতিল হয়েছে তাঁদের কারণ স্পষ্ট করেনি কেন্দ্র সরকার। দুপক্ষের শুনানি শেষে কেন্দ্রের হলফনামা দাবি করে কলকাতা হাইকোর্ট।

Related articles

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...
Exit mobile version