Sunday, August 24, 2025

বেনজির! স্রেফ একটি নার্সিংহোমের বিরুদ্ধে রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনে অ.ভিযোগ ২১ জন রো.গীর

Date:

বেনজির ঘটনা! স্রেফ একটি নার্সিংহোমের বিরুদ্ধে রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনে অভিযোগ জানাল ২১ জন রোগী। এমন ঘটনা সাম্প্রতিক কালে ঘটেনি। কমিশনের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বহরমপুর শহরে এক স্ত্রী রোগ বিশেষজ্ঞের বিরুদ্ধে ২১টি অভিযোগ জমা পড়েছে।

জানা গিয়েছে ওই স্ত্রী রোগ বিশেষজ্ঞের নিজস্ব নার্সিংহোম সেখানে রয়েছে। ২০২২ এর ৯ অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত সিজারিয়ান সি সেকশন হয়েছে এবং হিস্টেরেক্টোমির অর্থাৎ জরায়ু বাদ দেওয়ার প্রয়োজন পড়েছে এরকম প্রচুর রোগী আসেন। ২১ জন রোগীর অস্ত্রোপচার হয়েছে। অভিযোগ, রোগীরা বাড়ি যাওয়ার ১৫ থেকে ১৭ দিন পর অস্ত্রোপচারের জায়গা থেকে পুঁজ, রক্তরস বেরোতে থাকে। পেটে অসহ্য যন্ত্রনা। ফুলে শক্ত হয়ে যায়। এই একই সমস্যা সকলেরই হতে থাকে। সকলেই বিভিন্ন জায়গায় চিকিৎসককে দেখিয়েছেন কিন্তু তাতে খুব একটা সুরাহা মেলেনি। রোগীরা এখনও ভুগছেন। বমি, যন্ত্রণা হচ্ছে, খেতে পারছেন না, কাজ করতে পারছেন না।

সব শুনে কমিশন হাইপাওয়ার মেডিক্যাল বোর্ড তৈরি করে। যার মধ্যে একজন মাইক্রোবায়োলজিস্ট, সংক্রামক রোগ বিশেষজ্ঞ, স্ত্রী রোগ, কমিশনের দুই সদস্য মিলিয়ে পাঁচ জনের টিম তৈরি করা হয়। সেই টিমকে সাহায্য করার জন্য আগের মেডিক্যাল বোর্ডকে থাকতে বলা হয়েছে। চূড়ান্ত ঠিক না হলেও ৫ ও ৬ এপ্রিল ঠিক করা হয়েছে। কমিশনের টিম যাবে প্রথম দিন ১০ জন এবং পরের দিন আরও ১০ জন রোগীর সঙ্গে কথা বলবে। সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে বিস্তারিত রিপোর্ট জমা দেবে।

তিনটে বিষয় কমিশন মূলত দেখবে। কমিশনের চেয়ারম্যান অসীমবাবু বলেন, ‘‌প্রথমত, সংক্রমণের ফলে রোগীদের কতটা ক্ষতি হয়েছে। সেই অনুযায়ী সিরিয়াস, মডারেট ও মাইনর এই তিনটি ভাগ করা হবে। যাতে ক্ষতিপূরণের কতটা দেওয়া হবে তা ঠিক করতে সুবিধা হয়। দ্বিতীয়ত, রোগীদের কি চিকিৎসা হয়েছে এবং যে চিকিৎসা চলছে তা ঠিকমত হয়েছে কিনা। তৃতীয়ত, যদি কোনও রোগী কলকাতায় এসএসকেএম বা শম্ভুনাথে এসে চিকিৎসা করাতে রাজী থাকেন তাহলে প্রশাসনকে বলে কলকাতায় নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করবে কমিশন। কমিশনের তরফে আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো তদন্তের পর টিম রিপোর্ট দেবে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকও তাদের রিপোর্ট তাড়াতাড়ি পাঠাবে।’‌

আরও পড়ুন- অসম থেকে গ্রে.ফতার ISIS -র দুই শীর্ষ নেতা!

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version