Wednesday, August 27, 2025

রমজান মাসে বিভিন্ন জায়গায় চলে ইফতার পার্টি। এই ইফতারের মাধ্যমে জনসংযোগ করেন রাজনৈতিক নেতৃত্ব। লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেই ইফতারের আয়োজন করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে ২৮ নম্বর ওয়ার্ডেও সেখানকার কাউন্সিলর অয়ন চক্রবর্তীর (Ayan Chakraborty) উদ্যোগে ইফতার পার্টির আয়োজন হয়। আর সেখানেই বিরাট চমক। কলকাতা উত্তরের তৃণমূল (TMC) প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee), তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh),  কাউন্সিলর অয়ন চক্রবর্তীদের (Ayan Chakraborty) পাশাপাশি উপস্থিত ছিলেন শোভন চট্টোপাধ্যায় (Shubhan Chatterjee) এবং অবশ্যই তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ৩৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সচিন সিং, শ্রেয়া পাণ্ডে-সহ অন্যান্যরা।

ইফতার পার্টিতে গার্ডেনরিচ বহুতল বিপর্যয় নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে কার্যত ডেপুটি মেয়র অতীন ঘোষের সুরেই কথা বলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন। নাম না করে তিনি বলেন, কোনও ওয়ার্ডে এই ধরনের বিপর্যয় ঘটলে তার দায় এড়িয়ে যেতে পারেন না স্থানীয় কাউন্সিলর। শোভনের কথায়, ১০টা প্রাণ আমরা ফেরাতে পারব না। কাউন্সিলর কেমন মানুষ বা তিনি কী ব্যবসা করেন সেটা বিষয় নয়, কিন্তু তাঁর এলাকায় কী হচ্ছে সেটা তাঁকে জানতেই হবে। কলকাতার বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ হচ্ছে বলে অভিযোগ করেন শোভন। গার্ডেনরিচের ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেন প্রাক্তন মেয়র। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই দক্ষ প্রশাসকের ভূমিকা পালন করেন। কোনও বেনিয়মকে তিনি প্রশ্রয় দেন না। সুতরাং, কোথাও অসুবিধা হলে সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর পরামর্শ নেওয়ার কথাও বলেন শোভন।






Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version