Friday, August 22, 2025

সিএএ এবং এনআরসি আতঙ্কে জীবন দিতে হল কলকাতা শহরের ৯৮ নম্বর ওয়ার্ডের এক যুবককে। বৃহস্পতিবার টালিগঞ্জের নেতাজি নগরে তার শোকস্তব্ধ পরিবারকে সমবেদনা জানাতে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের প্রতিনিধিরা। নেতৃত্বে ছিলেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নি ঘোষ। সেখানে মুখোমুখি দেখা হয় সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য্যের সঙ্গে। শোকের পরিবেশে এদিন রাজনৈতিক সৌজন্যের সাক্ষী থাকল শহর কলকাতা।

দেশজুড়ে CAA- NRC-র নামে দেশে আতঙ্ক তৈরি করেছে মোদি সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই বলেছিলেন CAA-র পরেই দেশে লাগু হবে। লোকসভা নির্বাচনের আগেই CAA লাগু করে দেওয়ায় আতঙ্কে ভুগছেন অনেকেই। এই মোদি সরকারই যদি আবার ক্ষমতায় আসে, তাহলে তারা দেশে NRC লাগু করে চূড়ান্ত নিপীড়ণ করা হবে। বৈধ নথির না থাকলে যেতে হতে পারে ডিটেনশন ক্যাম্পে। এই আতঙ্কেই ভুগছিলেন নেতাজিনগর কলোনির বাসিন্দা দেবাশিস। সায়নি ঘোষ বলেন, “দেশজুড়ে CAA- NRC-র নামে দেশে আতঙ্ক তৈরি করেছে মোদি সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই বলেছিলেন CAA-র পরেই দেশে লাগু হবে NRC। লোকসভা নির্বাচনের আগেই CAA লাগু করে দেওয়ায় আতঙ্কে ভুগছেন অনেকেই। তারই উদাহরণ দেবাশীষের প্রাণ এতটাই আতঙ্কে ভুগছিলেন যে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন”।

তবে এদিন তৃণমূল নেত্রীর সঙ্গে সহমত হয়েই বিজেপির দিকে আঙুল তোলেন সিপিএমের সৃজন ভট্টাচার্য্য। তিনি বলেন, “অভিযোগ করা হচ্ছে সিএএ এবং এনআরসির আতঙ্কে মৃত্যু। যদি সত্যি তাই হয় তার জন্য দায়ী বিজেপি। এনআরসি চালু হলে এরকম আরও কত প্রাণ ঝরবে তা আমাদের জানা নেই। এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত”।

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version