Monday, November 10, 2025

কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে অশান্ত দিল্লি! বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে ভ্যানে তুলল পুলিশ

Date:

আবগারি মামলায় বৃহস্পতিবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (Enforcement Directorate) হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। বর্তমানে দিল্লির (Delhi) ইডি দফতরেই রয়েছেন তিনি। এদিকে ভোটের মুখে আপ প্রধানকে ক্ষমতার জোরে গ্রেফতারির প্রতিবাদে মোদি সরকারের সংস্থার বিরুদ্ধে সরব আম আদমি পার্টির নেতা, কর্মীরা। বৃহস্পতিবার অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে ইডি হানার পর থেকেই রীতিমতো অশান্ত হয়ে উঠেছে দেশের রাজধানী শহর। এদিকে শুক্রবার দুপুর ২টোর কিছু সময় পর পিএমপিএলএ আদালতে তোলা হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। আর সেকারণেই সকাল থেকে দিল্লির একাধিক জায়গায় চলছে বিক্ষোভ।

আম আদমি পার্টির তরফে অভিযোগ, কেজরিওয়ালের পরিবারকে গৃহবন্দি করা হয়েছে। তাঁদের একেবারেই বাইরে বেরতে দিচ্ছেন না ইডি আধিকারিকরা। পাশাপাশি মোদি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলে দিল্লির রাজপথে বিক্ষোভ দেখাচ্ছেন শয়ে শয়ে সমর্থক। এদিকে কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ দেখানোর কারণে দিল্লির আইটিওতে আম আদমি পার্টির কর্মীদের আটক করেছে পুলিশ। বাদ যাননি দিল্লির মন্ত্রীরাও। সৌরভ ভরদ্বাজ থেকে শুরু করে আতিশিকে এদিন আটক করেছে পুলিশ। এদিন তাঁদের টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হয় বলে অভিযোগ।

বৃহস্পতিবার রাতে আবগারি মামলায় মদ জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছায় ইডির দল। প্রায় দু’ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা। গ্রেফতারের পরপরই আপ নেতা-কর্মীরা এর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিনের বিক্ষোভের জেরে দিল্লির রাস্তায় প্রবল যানজট সৃষ্টি হয়েছে। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লির মেট্রো পরিষেবাও।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version