Tuesday, November 4, 2025

দেবাংশুর তমলুকের বাড়িতে হাজির “বিষাক্ত সাপ অভিজিৎ গঙ্গোপাধ্যায়”! খবর গেল বন দফতরে

Date:

এবার লোকসভা ভোটে পূর্ব মেদনীপুরের তমলুক লোকসভা আসনটি নজরকাড়া হতে চলেছে। এই আসনে এবার তৃণমূল প্রার্থী করেছে দলের যুবনেতা তথা আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যকে। দেবাংশু সুবক্তা, ক্ষুরধার যুক্তিতে বিপক্ষকে নাস্তানাবুদ করে দেওয়ায় তাঁর জুড়ি মেলাভার। নাম ঘোষণার পর থেকেই তমলুক চষে ফেলছেন বালির ছেলে দেবাংশু। ভোটের কারণে তমলুকে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছেন তিনি। তাঁকে পেয়ে বাড়তি উৎসাহ উদ্দীপনায় প্রচার শুরু করেছে তৃণমূল কর্মী সমর্থকরা। তরুণ প্রার্থী দেবাংশুকে সামনে রেখে জেলা তৃণমূলে এখন সুখের সংসার।

এদিকে, বিজেপি এখনও তমলুকে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে এই কেন্দ্রে তাদের সম্ভাব্য প্রার্থী সদ্য স্বেচ্ছাবসর নেওয়া কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি কিছু জায়গায় অভিজিতের নামে দেওয়াল লিখনও শুরু করেছে। সম্প্রতি নন্দীগ্রামে গিয়ে স্থানীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎও সেরে এসেছেন প্রাক্তন বিচারপতি।

এদিকে সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী দেবাংশুর তমলুকের বাড়িয়ে সিঁড়ির তলায় একটি সাপ! সাপটিকে দেখে বিষাক্ত মনে হয়েছে। যা দেখে ওই সাপটিকে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় হিসেবে পরিচয় দিলেন তৃণমূল প্রার্থী।

ভিডিওতে দেবাংশু বলছেন, “তমলুকে বিজেপির প্রার্থী এখনও ঘোষণা হয়নি। তার আগেই সিঁড়ির তলায় হাজির বিজেপির প্রার্থী। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন উনি চন্দ্রবোড়া সাপ। আজ সকালে দেখছি আমার বাড়ির সিঁড়ির তলায় উনি!” কটাক্ষের ছলে দে সংযোজন, “খুব ভালো লাগছে বিজেপি প্রার্থী প্রতিদ্বন্দ্বির সঙ্গে দেখা করতে এসেছেন। আমরা বনদপ্তরে জানিয়েছিল। ওনারা এসে একে নিয়ে যাবেন।”

কিন্তু হঠাৎ বিষাক্ত ওই সাপটির সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তুলনা কেন করলেন দেবাংশু? আসলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে নিজেকে বিষাক্ত সাপের সঙ্গে তুলনা টেনেছিলেন। তৃণমূলকে আক্রমণ করতে নিজেকে ‘চন্দ্রবোড়া’ বলে দাবি করেছিলেন অভিজিৎ। তাঁর কথায়, “আমি খুব বিষাক্ত। যে কোনও মুহূর্তে চন্দ্রবোড়া হয়ে যেতে পারি। আপনারা সাবধানে থাকুন।” তাঁর সেই বক্তব্যকে হাতিয়ার করেই এদিন তমলুকের বাড়ির সাপটিকে দেবাংশু প্রাক্তন বিচারপতি সঙ্গে তুলনা করে তোপ দাগলেন।

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version