Friday, January 16, 2026

দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারের তীব্র বিরোধিতায় দেশ বাঁচাও গণমঞ্চ!

Date:

Share post:

বিরোধীদের উপর বাড়ছে কেন্দ্রের আক্রোশ। বিজেপি সরকারের (BJP Government)’আজ্ঞাবহ ভাড়াটে’র মতো কাজ করছে কেন্দ্রীয় বাহিনী (Central Agency)। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বৃহস্পতিবার রাতে যেভাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal)গ্রেফতার করেছে ইডি (ED),তার তীব্র বিরোধিতা করে এদিন দেশ বাঁচাও গণমঞ্চ-এর পক্ষ থেকে কলেজ স্ট্রিটে বিদ্যাসাগর মূর্তির সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ‘রাজনৈতিক গুন্ডা’ হিসেবে ইডিকে (ED)ব্যবহার করার জন্য বিজেপি সরকারের তীব্র বিরোধিতা করা হয়। সমাবেশ থেকেই শোনা যায়,’মোদি হাটাও, দেশ বাঁচাও’ স্লোগান ।

আগামী লোকসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই ভারতীয় জনতা পার্টি বিরোধীদের জেলে ঢুকিয়ে ইন্ডিয়া জোটের মনোবল ভেঙে দিতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করছেন আম আদমি পার্টির নেতা-কর্মীরা। কলকাতাতেও বিক্ষোভ দেখিয়েছেন আপ কর্মীরা। কলেজ স্ট্রিটের বিদ্যাসাগরের মূর্তির সামনেদেশ বাঁচাও গণমঞ্চ-এর পক্ষ থেকে সভায় উপস্থিত অধ্যাপক সঞ্জীব মুখোপাধ্যায় বলেন, বিরোধী দলগুলোকে দুর্বল করার জন্য ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে ব্যবহার করছে। তাঁর কথায়, আগামী লোকসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই ভারতীয় জনতা পার্টি বিরোধীদের জেলে ঢুকিয়ে ইন্ডিয়া জোটের মনোবল ভেঙে দিতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এদিন দেশ বাঁচাও গণমঞ্চের তরফে তেজস্বী যাদব বা অখিলেশ যাদবের এমনকি বড় কোনও তৃণমূল নেতার গ্রেফতারিরও আশঙ্কাও করা হয়।

সভায় উপস্থিত সুমন ভট্টাচার্য (Suman Bhattacharya) বলেন, সিবিআই ও ইডি এখন ব্যবসায়ি ও রাজনৈতিক ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে ইলেক্টোরাল বন্ড কিনতে বাধ্য করছে। কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে তোলাবাজি করছে বিজেপি, অভিযোগ তাঁর। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এবার বিজেপিকে না সরালে পরবর্তীকালে দেশের সংবিধান বদলে দেবে এই সরকার।

spot_img

Related articles

চলো বিজেপি তাড়াই! লোকগানের সুরে অভিনব প্রতিবাদে কবীর সুমন

সুরের জাদুতেই কি এবার রাজনীতির লড়াই? সোশ্যাল মিডিয়ায় কবীর সুমনের সাম্প্রতিক একটি ভিডিও ঘিরে এমনই জল্পনা তুঙ্গে উঠেছে।...

নন্দীগ্রামে সেবাশ্রয়ে অভিষেক, শহিদ পরিবারের পাশে থাকার আশ্বাস

নন্দীগ্রামের কাছের মানুষ হয়ে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার নন্দীগ্রামে সেবাশ্রয় কর্মসূচি থেকে শহিদ পরিবারের পাশে থাকার...

আড়াই মাসে প্রায় ৩০ লক্ষ টন, খরিফে ধান সংগ্রহে গতি রাজ্যের

রাজ্য খাদ্য দফতরের ধান সংগ্রহ অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি খরিফ মরসুমে সরকারি সহায়ক মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত ২! আত্মঘাতী বিএলও 

এসআইআর শুনানি ও অতিরিক্ত কাজের চাপকে কেন্দ্র করে রাজ্যে মৃত্যুর ঘটনা থামছেই না। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও লালগোলায়...