Thursday, May 22, 2025

লোকসভা ভোটের আগে ফের ইস্তফা IPS অফিসারের! রাজনীতিতে যোগ নিয়ে জোর জল্পনা

Date:

Share post:

লোকসভা ভোটের আগে জল্পনা উস্কে ফের এক আইপিএসের পদত্যাগ। এবার পদত্যাগ করলেন দেবাশিস ধর (Debashish Dhar)। বৃহস্পতিবারই মুখ্যসচিব বিপি গোপালিকার (BP Gopalika) কাছে ইস্তফাপত্র পাঠান তিনি। তাহলে কি তিনিও রাজনীতির মঞ্চে যোগ দিচ্ছেন? প্রার্থী হচ্ছেন লোকসভা ভোটে? এইসব প্রশ্নের কোনও সদুত্তর দেননি দেবাশিস। শুধু জানিয়েছেন, জনসেবা করতে চান। তাহলে আইপিএস হিসেবে এতদিন কী করছিলেন? উঠছে প্রশ্ন।

২০২১সালের বিধানসভা নির্বাচনের সময় ভোটের দিন কোচবিহারের শীতলকুচিতে একটি বুথে গুলি চলার ঘটনা ঘটে। সিআইএসএফ-এর গুলিতে মৃত্যু হয় ৪ যুবকের। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে শীতলকুচি। সেই সময় কোচবিহারের পুলিশ সুপার ছিলেন দেবাশিস ধর। এরপরই তাঁকে সাসপেন্ড করা হয়। বর্তমানে তিনি রাজ্য পুলিশের কম্পালসারি ওয়েটিং-এ ছিলেন। লোকসভা নির্বাচনের আগে এবার মুখ্যসচিবকে ইস্তফাপত্র পাঠালেন ২০১০ সালের ব্যাচের এই আইপিএস অফিসার। ভোটের মুখে তাঁর ইস্তফা ঘিরে তৈরি হয়েছে জল্পনা। এর আগে লোকসভা নির্বাচনের মুখে সম্প্রতি রাজ্যের আরও এক আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায় পদে ইস্তফা দিয়ে সরাসরি রাজনীতির মঞ্চে পদার্পণ করেন। চলতি লোকসভা নির্বাচনে মালদহ উত্তর থেকে তৃণমূলের প্রার্থী প্রসূন।

এবার আরও এক আইপিএসের পতগ্যাগ ঘিরে জল্পনা বঙ্গ রাজনীতিতে। সূত্রের খবর, দেবাশিস বিজেপির প্রার্থী হতে পারেন। তবে বিজেপির তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। এবার প্রাক্তন এই আইপিএস কোন দলে যোগ দেন তাই নিয়েই জল্পনা রাজ্য রাজনীতিতে।

spot_img

Related articles

রাজা রামমোহন রায়ের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

রাজা রামমোহন রায় (Raja Ram Mohan Roy) সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করার জন্য, ভারতে সামাজিক ও শিক্ষাগত সংস্কার...

প্রয়োজনে মুখ্যসচিবের নেতৃত্বে দিল্লিতে টিম! নায্য পাওনা আদায়ে এবার কড়া অবস্থানের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও বাংলা জুড়ে চলছে উন্নয়নের জোয়ার। কেন্দ্র বাংলার প্রাপ্য দেয়নি। এমনকী বাংলা থেকে জিএসটি তুলে নিয়ে...

পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তায় ঢালাও উন্নয়ন! উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী 

১৪ বছরের রাজ্যে এক লক্ষ ৪৬ হাজার ৬৪৭ কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করা হয়েছে। পথশ্রী প্রকল্পে ৩৮ হাজার...

কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূলের প্রতিনিধি দল উপত্যকায়, বৈঠক ওমর আবদুল্লার সঙ্গে 

পহেলগাম সন্ত্রাস হামলার পরবর্তী সময়ে কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পৌঁছাল উপত্যকায়। সীমান্তবর্তী...