Friday, August 22, 2025

আজ, শুক্রবার দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের(JNU) ছাত্র সংসদের নির্বাচন। নানা কারণে ২০১৯ সালের পর এখানে নির্বাচন হয়নি। তাই ৫ বছর পর নির্বাচনকে ঘিরে উত্তেজনায় টগবগ করছে জেএনইউ ক্যাম্পাস। বর্তমানে এই ছাত্র সংসদ বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের (SFI) দখলে। এবারও ছাত্র সংসদ দখলে রাখতে মরিয়া এসএফআই।

জেএনইউ ছাত্র সংসদের নির্বাচনের দিকে নজর গোটা দেশের। প্রাক্তন কাউন্সিল সদস্য দীপ্সিতা এবার শ্রীরামপুর লোকসভার সিপিএম প্রার্থী, সেইসঙ্গে এসএফআইয়ের সর্বভারতীয় যুগ্ম সম্পাদকও। শুধু তাই নয়, ২০১৩ সাল থেকে দিল্লির এলিট ক্লাস বিশ্ববিদ্যালয়ে লড়াই করে বামেদের প্রতিষ্ঠিত করার অন্যতম কারিগর ওই বাঙালি কন্যা। ফলে শ্রীরামপুর থেকেই দিল্লির জেএনইউ যুদ্ধ পরিচালনা করবেন প্রাক্তনী দীপ্সিতা ধর। তাই শ্রীরামপুর লোকসভার মাটিতেই ‘দিল্লি দখল’ এর ‘ওয়াররুম’ খুলে বসেছেন দীপ্সিতা।

এসএফআই নেত্রীর দাবি, “আদর্শের কারণেই আমরা জেএনইউয়ের শিক্ষার্থীদের প্রথম পছন্দের সংগঠন। ফলে, ওই বিশ্ববিদ্যালয়ের দখল আমাদের সংগঠন তথা জোটের হাতেই থাকবে। ওখানে আমাদের লড়াই বিজেপির ছাত্র সংগঠনের গেরুয়াকরণের বিরুদ্ধে। যে লড়াই এই লোকসভা নির্বাচনে সারা দেশেই লড়তে হচ্ছে। তারপরেই গলার স্বরে ফিরে আসে বিষাদ। বলেন, খুব ভালো লাগত, যদি দিল্লির লড়াইতে থাকতে পারতাম। কিন্তু এখানে আরও বৃহত্তর লড়াই শুরু হয়ে গিয়েছে। তাই পরামর্শ দেওয়ার কাজটুকুই করতে পারছি। কিন্তু মন মানছে না, বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের দিকেই চলে যাচ্ছে বারবার।”

দীপ্সিতা আরও জানিয়েছেন, লড়াইয়ের ময়দানে আছে আরও এক বাঙালি ছাত্রনেতা। উত্তরবঙ্গের শিলিগুড়ির অভিজিৎ ঘোষ। তিনি এবার ছাত্র সংসদের সহ সভাপতি পদের প্রার্থী। আছে দুর্গাপুরের মেয়ে ঐশী ঘোষ তথা ছাত্র সংসদের সদ্য প্রাক্তন সভাপতি। লোকসভার লড়াইয়ের পাশাপাশি পুরোদস্তুর শক্তি নিয়ে নেমে পড়েছে এসএফআইও।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version