Saturday, August 23, 2025

আগামিকাল ফের মাঠে নামতে চলেছেন পন্থ, তার আগে নিজের অভিজ্ঞতার কথা জানালেন দিল্লি অধিনায়ক

Date:

দীর্ঘ ১৫ মাস পর ফের মাঠে নামছেন ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ। আইপিএলের হাত ধরে মাঠে কামব্যাক করছেন তিনি। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক তিনি। আগামিকাল প্রথম ম্যাচ । প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। তার আগে নিজের অভিজ্ঞতার কথা জানালেন পন্থ।

শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। এতদিন পর মাঠে ফেরা প্রসঙ্গে পন্থ বলেছেন, ‘‘আমি কিছুটা চিন্তিত, কিছুটা উত্তেজিত এবং কিছুটা চাপেও রয়েছি। আবার পেশাদার ক্রিকেটে ফিরতে পেরে আমি খুশি। শনিবার প্রথম ম্যাচ খেলার অপেক্ষায় রয়েছি। মাঠে নামার জন্য অপেক্ষা করতে পারছি না।” এরপর তিনি যোগ করেন, “ যতবার মাঠে নামি, ততবার আলাদা অনুভূতি হয়। যত বেশিক্ষণ সম্ভব ব্যাট করার চেষ্টা করতাম। প্রতিদিন একটু একটু করে উন্নতির চেষ্টা করতাম। ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবতাম না। প্রতিদিন শুধু নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছি। যতটা সম্ভব হয়েছে।“

২০২২ সালের ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনা হয় পন্থের। অস্ত্রোপচার হয় তাঁর। এরপর প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল পন্থের ক্রিকেট ভবিষ্যৎ। তিনি আদৌ আর খেলতে পারবেন কিনা, প্রাথমিকভাবে তা নিশ্চিত করতে পারেননি চিকিৎসকেরাও। পন্থকে স্বাভাবিক জীবনে ফেরাতে চেষ্টার খামতি রাখেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা, চিকিৎসকেরা।দীর্ঘ ১৫ মাস এনসিএ-তে রিহ্যাবের পর ফের নিজেকে ফিট করেন পন্থ।

আরও পড়ুন- আজ থেকে শুরু আইপিএল, প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই-আরসিবি

Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...
Exit mobile version