বিশালক্ষ্মী মায়ের কাছে প্রার্থনা “৪ লাখ”! হুগলিতে রচনার জয় চেয়ে জাগ্রতদেবীর পুজোয় তৃণমূল

হুগলির তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে স্থানীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকদের মধ্যে তুমুল উৎসাহ, উন্মাদনা শুরু হয়েছে। আজ, শুক্রবার সপ্তগ্রাম বিধানসভা এলাকায় প্রচার করেন রচনা। প্রথমে সেনেট বিশালক্ষ্মী মন্দিরে পুজো দেন। সেখানে প্রার্থীর সঙ্গে ছিলেন, মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক অসীমা পাত্র, তপন দাশগুপ্ত সহ নেতৃত্ব। মন্দিরের গর্ভগৃহে জাগ্রত বিশালক্ষ্মী মায়ের সামনে পুজো দেওয়ার সময় বেচারাম মান্নাকে উচ্চস্বরে প্রার্থনা করতে শোনা যায়। মায়ের কাছে তাঁর প্রার্থনা, “মা চার লাখ, মা চার লাখ চাই”।

গতবারে অপ্রত্যাশিত হার মেনে নিতে পারেনি তৃণমূল। তাই এবার বিজেপির তারকা প্রার্থী লকেটের বিরুদ্ধে অভিনেত্রী রচনাকে ময়দানে নামিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। রচনাও দলের বেঁধে দেওয়া কর্মসূচি অনুযায়ী প্রায় প্রতিদিন প্রচারে বের হচ্ছেন। একটা একটা করে বিধানসভা এলাকায় ঘুরছেন। মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নিচ্ছেন। এদিন সপ্তগ্রামের সেনেট গোস্বামী মালিপাড়ায় হুডখোলা গাড়িতে রোড শো করেন। ভোটারদের উদ্দেশ্যে রচনা বলেন, “আমাকে জেতালে হুগলির মানুষ তাদের দুঃখ তাদের অভিযোগের কথা আমাকে বলতে পারব,যা এতদিন পারেননি।”

আরও পড়ুন- জনসু.নামি কাটোয়ায়, জনগ.র্জন সভা থেকে বিজেপিকে বি.সর্জনের হু.ঙ্কার অভিষেকের